Sheikh Hasina: ‘ধৈর্য্য ধরুন, আসতেছি আমি...’! ফিরতে চলেছেন শেখ হাসিনা! হঠাৎ করেই ঘুরছে বাংলাদেশের খেলা, পিছনে কোন অঙ্ক?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Sheikh Hasina: বাংলাদেশে ফিরে আসবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরে আওয়ামি লিগের কর্মী এবং সমর্থকদের উপর হওয়া অত্যাচার এবং হামলার অভিযোগের বিচার করবেন তিনি। সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে নিজেই জানালেন হাসিনা।
advertisement
1/8

বাংলাদেশে ফিরে আসবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরে আওয়ামি লিগের কর্মী এবং সমর্থকদের উপর হওয়া অত‍্যাচার এবং হামলার অভিযোগের বিচার করবেন তিনি। সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে নিজেই জানালেন হাসিনা।
advertisement
2/8
বাংলাদেশে ভোট নিয়ে অস্থিরতা অব‍্যাহত। এবার ডিসেম্বরের মধ্যে ভোট চেয়ে সরাসরি পথে নামার ডাক দিয়েছে বাংলাদেশের আরেক নেত্রী খালেদা জিয়ার দল বিএনপি।
advertisement
3/8
এই পরিস্থিতিতে হাসিনার প্রত‍্যাবর্তনের জল্পনায় তোলপাড় সেদেশের রাজনৈতিক মহল। সম্প্রতি আওয়ামী লিগের কর্মীদের সঙ্গে সোশ‍্যাল মিডিয়ায় আলোচনা করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা।
advertisement
4/8
এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনাপর্বে দলীয় কর্মী-সমর্থকদের সমস্যার কথা শোনেন আওয়ামী লীগের নেত্রী। কর্মী-সমর্থকদের অভিযোগ তাদের উপর এবং তাদের পরিবারের উপর অত‍্যাচার চলছে।
advertisement
5/8
আশ্বস্ত করে হাসিনা জানান, তিনি এর বিচার করবেন। হাসিনা বলেন, ‘‘আল্লাহ্ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন। চিন্তা করবেন না। আসতেছি আমি।”
advertisement
6/8
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ‘অল ইউরোপিয়ান আওয়ামী লীগ’-এর সভাপতি মহম্মদ নজরুল ইসলামও। তাঁরও দাবি, “বিচার একদিন হবেই। সেই দিন আর বেশি দূরে নেই।”
advertisement
7/8
আলোচনায় ইউনূসকে সরকারকেও তুলোধনা করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে আওয়ামী লিগ সরকারের তুলনা টানেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
advertisement
8/8
তাঁর দাবি, ‘‘আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি। কিন্তু ইউনূস করছে, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য।” হাসিনা বলেন, “যাঁরা এই জঘন্য কাজ করেছে, তাঁদের বিচার বাংলাদেশে হতেই হবে। সেটি আমরা করবই। শহিদ পরিবারদের বলব, আপনারা ধৈর্য্য ধরুন।”