TRENDING:

Bangladesh Army: শেখ হাসিনার পর এবার সেনাপ্রধানকে উৎখাতের প্ল্যান বাংলাদেশে! ধরা পড়ে গেল ষড়যন্ত্রকারী, কে জানেন? শুনে অবিশ্বাস্য মনে হবে

Last Updated:
Bangladesh Army: বিষয়টি টের পেতেই ওই সেনা আধিকারিককে নজরবন্দি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
advertisement
1/7
শেখ হাসিনার পর এবার সেনাপ্রধানকে উৎখাতের প্ল্যান বাংলাদেশে! ধরা পড়ে গেল ষড়যন্ত্রকারী
শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। সেই আবহে বাংলাদেশে কি নতুন করে অভ্যুত্থান ঘটার আশঙ্কা। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এক সেনা আধিকারিক এই পরিকল্পনা করছেন বলে অভিযোগ।
advertisement
2/7
বিষয়টি টের পেতেই ওই সেনা আধিকারিককে নজরবন্দি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জমানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র চলছিল বলে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
3/7
অভিযোগের তীর বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে। ওয়াকারকে হটিয়ে ফয়জুর নিজে সেনার সর্বাধিনায়ক হওয়ার ছক কষছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে সমর্থন জোগাড়েও নেমে পড়েছিলেন তিনি। কিন্তু ঠিক সময়ে বিষয়টি ধরে ফেলেন ওয়াকার।
advertisement
4/7
এদিকে, বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনার মাঝেই অবশ্য সেনাবাহিনীতে বড় বদল আনা হল। শেখ হাসিনার বিদায়ের পর থেকেই বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভবনের বা জায়গার নাম বদল করা হয়েছে।
advertisement
5/7
শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বা শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবার সেনাবাহিনীর নিবাসেও সেই পরিবর্তন হল। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে ১৬টি সেনা নিবাস বা সেনা প্রতিষ্ঠানের নাম বদল করা হল নাম। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক।
advertisement
6/7
এদিক, ওয়াকারকে সরাতে সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্প্রতি বৈঠকও করেন ফয়জুর। সেই বৈঠকের ব্যাপারে ওয়াকারকে কিছু জানানো হয়নি। কিন্তু ওই বৈঠকে যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারেননি ফয়জুর। আর তাতেই চক্রান্তের পর্দাফাঁস হয়ে যায়। বর্তমানে গোয়েন্দা সংস্থা Directorate General of Forces Intelligence in Bangladesh (DGFI)-এর নজরবন্দি করে রাখা হয়েছে ফয়জুরকে।
advertisement
7/7
জামাতের কাছের মানুষ বলে পরিচিত ফয়জুর। আবার পাকিস্তানের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগের খবর রয়েছে। ২০২৫ সালের প্রথম দু’মাসে তিনি জামাত নেতৃত্ব এবং পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বলেও খবর।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Army: শেখ হাসিনার পর এবার সেনাপ্রধানকে উৎখাতের প্ল্যান বাংলাদেশে! ধরা পড়ে গেল ষড়যন্ত্রকারী, কে জানেন? শুনে অবিশ্বাস্য মনে হবে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল