No physical relation movement in US: 'আমার শরীর, সরকার নিয়ম করার কে?' আমেরিকায় রাস্তায় নেমে প্রতিবাদ মহিলাদের
- Published by:Suman Majumder
Last Updated:
No physical relation movement in US: 'কোনও মহিলাকে মা হতে বাধ্য করা যায় না।'
advertisement
1/5

বহু ক্ষেত্রে আমেরিকা পথ দেখিয়েছে গোটা দুনিয়াকে! এবার সেই আমেরিকায় গর্ভপাত নিষিদ্ধ হতে চলেছে। আমেরিকায় রাস্তায় নেমে প্রতিবাদ করছেন মহিলারা।
advertisement
2/5
শুক্রবার আমেরিকার সুপ্রিম কোর্ট প্রায় ৫০ বছর আগের ‘রো ভার্সেস ওয়েড’ মামলার রায় বাতিল করেছে। আমেরিকায় ২৬টি প্রদেশে গর্ভপাত নিষিদ্ধ হতে চলেছে। এই নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
advertisement
3/5
বেশিরভাগ মহিলার দাবি, সুপ্রিম কোর্টের এমন নির্দেশ হাস্যকর। একজন মহিলাকে মা হওয়ার জন্য কখনও কেউ জোর করতে পারে না।
advertisement
4/5
নো ফিজিকাল রিলেশন স্ট্রাইক শুরু করেছেন আমেরিকার বহু মহিলা। এই প্রতিবাদে তাঁরা পুরুষদেরও সহায়তা চেয়েছেন।
advertisement
5/5
বহু মহিলা জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাঁরা মা হতে না চাইছেন, ততদিন কোনও পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না। এমনকী স্বামীর সঙ্গেও নয়।