প্লেনের টয়লেট সিটের ফাঁকেই চলত 'খেলা'...! মেয়েরা বাথরুমে ঢুকলেই একে একে, ভয়ঙ্কর কাণ্ড!
- Published by:Tias Banerjee
Last Updated:
Plane Toilet: প্লেনের টয়লেটে সাংঘাতিক কাণ্ড! মেয়েরা ঢুকলেই পড়ছেন ফাঁদে। যা জানা গেল ভয়াবহ! নাবালিকারাও ছাড় পায়নি।
advertisement
1/7

বিমানের টয়লেটের সিটের নীচে লুকিয়ে রাখা ছিল অদ্ভুত সেই অস্ত্র, কেউ জানত না। তার ওপর সতর্কবার্তা—'সিটটা খারাপ'। কিন্তু সত্যিই কি খারাপ ছিল টয়লেট? না, বরং সেটাই ছিল ফাঁদ! আর সেই ফাঁদে পা দিয়েছিল একের পর এক নাবালিকা।
advertisement
2/7
কোনও মেয়ে প্লেনের শৌচালয় ব্যবহার করলেই হয়ে যাচ্ছিল সর্বনাশ! চলছিল কোটি কোটি টাকার ব্যবসা। তবে সবটাই অজান্তে। জানলে শিউরে উঠবেন!
advertisement
3/7
তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিমানের টয়লেটে গোপনে নাবালিকাদের ভিডিও করার অভিযোগে আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানবালা দোষী সাব্যস্ত হয়েছে। অভিযুক্ত এস্টেস কার্টার থম্পসন থার্ড (৩৭) নিজের আইফোন (Iphone) টয়লেট সিটে লুকিয়ে রেখে গোপনে ভিডিও করত।
advertisement
4/7
২০২৩ সালে এক বিমানে ১৪ বছরের এক কিশোরীর ভিডিও করার পর বিষয়টি ফাঁস হয়। এরপর জানা যায়, একই কৌশলে সে ৭, ৯ ও ১১ বছর বয়সি মেয়েদেরও ফাঁদে ফেলেছে।
advertisement
5/7
চাঞ্চল্যকর কিছু ছবিতে দেখা গিয়েছে, কী ভাবে অভিযুক্ত ভাঙা টয়লেট সিটের ভান করত এবং সতর্কতামূলক স্টিকার ব্যবহার করে সিটের ঢাকনার নীচে ফোন লুকিয়ে রাখত। একটি ছবিতে দেখা গিয়েছে, "সিটটি নষ্ট" লেখা স্টিকারের নিচে রাখা আইফোনের ফ্ল্যাশলাইট জ্বলছে, ক্যামেরার পাশ থেকেই আলো বের হচ্ছে।
advertisement
6/7
নিজের আইফোন টয়লেট সিটে লুকিয়ে রেখে গোপনে ভিডিও করত সে। নর্থ ক্যারোলিনার শার্লটের বাসিন্দা সেই অভিযুক্তের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তার আইক্লাউড অ্যাকাউন্ট থেকে অসংখ্য গোপন ভিডিও ও শিশু পর্নোগ্রাফির তথ্য উদ্ধার করেছে।
advertisement
7/7
তদন্তকারীরা আরও জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা-প্রস্তুত শিশু পর্নোগ্রাফিও সংগ্রহ করত। বোস্টনের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বোস্টনগামী এক বিমানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।