America Venezuela War: সরাসরি 'যুদ্ধ'! ভয়ঙ্কর বিমান হামলা আমেরিকার! মুহূর্তের বিস্ফোরণে মৃত্যু ১১ জনের! এবার কোন দেশের সঙ্গে 'যুদ্ধে' আমেরিকা? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
America Venezuela War: ডোনাল্ড ট্রাম্পের তরফে ট্রুথ সোশাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের উপর ছুটছে একটি ছোট ট্রলার। তাতে সওয়ার ১১ জনের একটি দল।
advertisement
1/8

সম্প্রতি ভেনেজুয়েলার ট্রলারে মার্কিন সেনার হামলায় মৃত্যু হয়েছে ১১ জনের। আমেরিকার তরফে দাবি করা হয়েছে, আমেরিকায় মাদক পাচারের উদ্দেশে যাচ্ছিল এই জলযানটি। মাঝসমুদ্রের ধ্বংস করা হয় সেটি। ভিডিও-সহ এই অভিযানের কথা প্রকাশ্যে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
advertisement
2/8
ডোনাল্ড ট্রাম্পের তরফে ট্রুথ সোশাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের উপর ছুটছে একটি ছোট ট্রলার। তাতে সওয়ার ১১ জনের একটি দল। এর কিছুক্ষণ পরেই বিরাট বিস্ফোরণ ঘটে ট্রলারে। যার জেরে তাতে থাকা সকলের মৃত্যু হয়েছে বলে দাবি।
advertisement
3/8
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তাঁর নির্দেশে গত মঙ্গলবার সকালে এই হামলা চলে। মৃতরা সকলে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়া’র সদস্য। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, এই হামলায় ১১ জন জঙ্গির মৃত্যু হয়েছে। মার্কিন সেনার কোনও ক্ষতি হয়নি। যে বা যারা আমেরিকায় মাদক ঢোকানোর চেষ্টা করবে তারা সাবধান।পাশাপাশি ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, টিডিএ একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন।
advertisement
4/8
যারা নিকোলাস মাদুরোর নির্দেশে কাজ করে। আমেরিকা-সহ গোটা পশ্চিম গোলার্ধে গণহত্যা, মাদক পাচার ও নারী পাচার চালায়। ইউরোপে সন্ত্রাসবাদের জন্য এরা বহুলাংশে দায়ী।
advertisement
5/8
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার মাদক চোরাচালানের জন্য নৌকায় মার্কিন যুক্তরাষ্ট্রের মারাত্মক বিমান হামলার পক্ষে সাফাই গেয়েছেন এবং বলেছেন যে সমালোচকরা যদি এটিকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন তবে তিনি তাতে তিনি পাত্তা দিচ্ছেন না।
advertisement
6/8
তাঁর কথায়, "আমাদের সহ-নাগরিকদের বিষ প্রয়োগকারী কার্টেল সদস্যদের হত্যা করা আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ এবং সর্বোত্তম কাজ।" জেডি ভ্যান্স শনিবার এক্স-এ লিখেছেন, প্রশাসন নিশ্চিত করার একদিন পর ভেনেজুয়েলার উপকূলে একটি কোয়াড-মোটর জলযান ধ্বংস হয়েছে এবং ১১ জন নিহত হয়েছে।
advertisement
7/8
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে জাহাজটি ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের অংশ ছিল, যাকে মার্কিন রাষ্ট্রপতি সম্প্রতি একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে অভিহিত করেছেন। ট্রাম্প দাবি করেছেন যে এর সদস্যরা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে।
advertisement
8/8
রাজনৈতিক ভাষ্যকার ব্রায়ান ক্র্যাসেনস্টাইন X-এ যুক্তি দিয়েছিলেন যে "কোনও যথাযথ প্রক্রিয়া ছাড়াই অন্য দেশের নাগরিকদের হত্যা করাকে যুদ্ধাপরাধ বলা হয়।" ভ্যান্স এর প্রেক্ষিতে উত্তর দিয়েছেন, "আপনি যা বলছেন তাতে আমি কিছু মনে করছি না।"