৮৪ বছরে মারা গেল হিটলারের পোষা কুমীর
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
স্যাটার্ন-এর জন্ম হয়েছিল আমেরিকায়।
advertisement
1/5

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্লিন চিড়িয়াখানায় বোমা বর্ষণেও বেঁচে যাওয়া সেই কুমীরটির মৃত্যু হয়েছে। কথিত আছে, এটি নাত্জী নেতা অ্যাডলফ হিটলারের পোষা কুমীর ছিল এটি। মৃত্যুর সময় কুমীরটির বয়স হয়েছিল ৮৪ বছর।
advertisement
2/5
চিড়িয়াখানা কর্তৃপক্ষ এটির নাম দিয়েছিল স্যাটার্ন। রবিবার সকালে স্যাটার্ন বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছে বলে জানিয়েছে মিসিসিপির চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
advertisement
3/5
চিড়িয়াখানা কর্তৃপক্ষ অনুযায়ী, স্যাটার্ন-এর জন্ম হয়েছিল আমেরিকায়। এরপর ১৯৩৬ সালে বার্লিন চিড়িয়াখানাকে সেটি উপহার হিসাবে দেওয়া হয়েছিল। ১৯৪৩ সালে চিড়িয়াখানা বোমাবাজির সময় কোনও ভাবে সেখান থেকে বেড়িয়ে যায় কুমীরটি।
advertisement
4/5
১৯৪৬ সাল পর্যন্ত তাঁর কোনও খোঁজখবর পাওয়া যায়নি। ৩ বছর পর ১৯৪৬ সালে স্যাটার্নকে খুঁজে পাওয়া যায়। ব্রিটিশ সৈনিকরা সেটিকে সোভিয়েত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
advertisement
5/5
মাঝের তিনটি বছর কুমীরটি কোথায় ছিল আর চিড়িয়াখানার বোমাবাজি থেকে কীভাবে বেঁচেছিল স্যাটার্ন তা এখনও রহস্য হয়েই থেকে গেল। মস্কো চিড়িয়াকানায় হিটলারের পোষা এই কুমীরটিকে দেখতে ব্যাপক ভিড় জমত। মস্কো চিড়িয়াখানায় যখন নিয়ে যাওয়া হয় তখন স্যাটার্নের বয়স ছিল ১০ বছর।