AIDS-এর বিরুদ্ধে চিকিৎসকদের বিরাট সাফল্য! প্রথম মহিলা সম্পূর্ণ HIV মুক্ত
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
HIV|AIDS|Modern Science|Skillful Doctors|USA|America|International News: চিকিৎসকদের দারুণ প্রচেষ্টায় এইচআইভি থেকে সম্পূর্ণ মুক্ত বিশ্বের প্রথম মহিলা যিনি এইডসে আক্রান্ত হয়েছিলেন
advertisement
1/10

এইচআইভি, এইডস (HIV AIDS, Human immunodeficiency virus infection and acquired immune deficiency syndrome) অর্থাৎ অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম ৷ এখনও পর্যন্ত এইডসে আক্রান্ত মানুষের কোনও চিকিৎ বলে কিছু নেই এমন এক মতামত প্রচলিত আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
এরই মাঝে বিজ্ঞানিদের বিরাট সাফল্য ৷ এইডসে আক্রান্ত এক মহিলাকে সম্পূর্ণ সুস্থ করেছে চিকিৎসা বিজ্ঞান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
আমেরিকায় এইচআইভি সংক্রমণে সংক্রমিত এক মহিলা চিকিৎসায় সেরে উঠেছেন এখনও পর্যন্ত গোটা বিশ্বে এইডসে আক্রান্ত তিনজন সুস্থ হয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
এই মহিলার আগে আরও ২ জন সুস্থ হয়েছে এইডসে আক্রান্ত হওয়ার পরেও ৷ প্রায় ১২ বছর ধরে চিকিৎসা চলেছে তাঁর অবশেষে ২০২০ সালে এইচআইভি মুক্ত হয়েছেন তিনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
অন্যদিকে ২০১৯-এ এইচআইভিতে সংক্রমিত অ্যাডাম কেস্টিওলজির চিকিৎসাতে সাফল্য আসে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
নিউইয়র্ক টাইমসের খবর সূত্রে জানতে পারা গিয়েছে স্টেসেল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে এক মহিলার চিকিৎসা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
স্টেমসেল (Stem Cell) এমন এক ব্যক্তি দান করেছেন যাঁর শরীরে এইচআইভির বিরুদ্ধে লড়ার জন্য প্রাকৃতিক ক্ষমতা আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
২০১৩ সালে জানতে পারা যায় যে ওই মহিলার শরীরে এইচআইভি সংক্রমণ আছে ৷ এর চার বছর পরে তিনি লিউকমিয়ায় আক্রান্ত হন ৷ ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য হ্যাপ্লো কার্ড ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
মহিলার নিকট আত্মীয়রাও তাঁর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে রক্ত দিয়েছিলেন ৷ ২০১৭ সালে শেষবার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল ৷ ট্রান্সপ্ল্যান্টের তিন বছর পরে চিকিৎসকেরা এইচআইভির চিকিৎসা বন্ধ করে দিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
তারপর থেকে কোনও ভাইরাসই তাঁকে আক্রান্ত করতে পারেনি ৷ রয়টার্সের তথ্য থেকেই সমস্ত বিষয়টি জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷