Kohinoor: রাণি এলিজাবেথের মৃত্যু, সবচেয়ে বড় প্রশ্ন কে উত্তরাধিকার পাবেন কোহিনুরের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ব্রিটেনে সবচেয়ে লম্বা সময়ে শাসন করেছেন যে মহারাণী এলিজাবেথ (দ্বিতীয়) (Queen Elizabeth) বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন৷
advertisement
1/7

#লন্ডন: ব্রিটেনে সবচেয়ে লম্বা সময়ে শাসন করেছেন যে মহারাণী এলিজাবেথ (দ্বিতীয়) (Queen Elizabeth) বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন৷ এখন তাঁর প্রয়াণের পর সিংহাসনের উত্তরাধিকার গেল প্রিন্স চার্লসের কাছে৷ তবে এখন সবচেয়ে বড় রহস্য রাণীর কোহিনুর খচিত মুকুটের উত্তরাধিকার কার কাছে যাবে?
advertisement
2/7
যদিও এই বছরের শুরুতে কুইন নিজেই ঘোষণা করেছিলেন ডাচেস অফ কনওয়েল (Duchess of Cornwall) ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন৷ প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলাকে তাই এই কোহিনুর উত্তরাধিকার হিসেবে দেওয়া হতে পারে৷
advertisement
3/7
নিজের ব্রিটিশ সিংহাসনে প্রবেশের ৭০ বছর পূর্তিতে কুইন এলিজাবেথ দ্বিতীয় ঘোষণা করেছিলেন৷ কিন্তু এতেই কি এই অমূল্য কোহিনুর হীরে কি ক্যামিলা পাবেন৷ এটা একটা প্রশ্ন৷ এরপর অবশ্য ব্রিটেনের রাজ পরিবার একটা অন্য পথে যাবে৷
advertisement
4/7
ব্রিটেনের মহারাণী এলিজাবেথের মুকুটের কোহিনুর হীরে সকলেই জানেন কতটা বিশেষ৷ ১০৫.৬ ক্যারেটের অমূল্য এই হীরে৷ এটা চতুর্দশ শতাব্দীতে ভারতে পাওয়া গিয়েছিল৷ শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন হাতে ঘুরেছে এই কোহিনুর৷
advertisement
5/7
যখন ১৮৪৯ সালে পঞ্জাবে ব্রিটিশ দ্বারা শাসিত হয়ে গিয়েছিল৷ এই হীরে হাত ঘুরে মহারাণী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়৷ এই রত্ন ব্রিটিশ ক্রাউন জুয়েলের (British Crown Jewels) অংশ হয়ে যায়৷ কিন্তু এই হীরে নিয়ে বিবাদ জারি থাকে৷
advertisement
6/7
ভারত ছাড়াও চারটি দেশের সঙ্গে এই হীরে ওতপ্রতভাবে জড়িত৷ ফলে ঐতিহাসিক তত্ব থাকায় একে ঘিরে বিবাদ জারি৷ কুইন এলিজাবেথের জন্য প্ল্যাটিনাম ক্রাউনে এই হীরে বসানো হয়৷
advertisement
7/7
প্রিন্স চার্লস ও ক্যামিলার বিয়ে ২০০৫ সালে হয়৷ এই বিয়ের পর শাহী পরিবারের পর থেকে ঘোষণা করা হয় চার্ল, রাজ হলে ক্যামিলা প্রিন্সেস কনসার্ট হবেন৷