একটা ব্রন ফাটিয়ে বিপদ! ভর্তি হতে হয়েছিল আইসিইউ-তে, জীবনের আশা ছিল না!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
একটি মাত্র ব্রন ফাটিয়েই সুস্থ শরীরকে ব্যস্ত করে তুলেছিলেন চেন।
advertisement
1/7

•ব্রন ফাটাতে বারণ করেন অনেকেই! তাতে না কি ত্বকে কালো দাগ পড়ে যায় বরাবরের মতো! যা তোলা মোটেও মুখের কথা নয়! কিন্তু চিনের জিয়াংসু প্রদেশের চেনের সঙ্গে যা হল, সে ঘটনা অনেকাংশেই নজিরবিহীন।
advertisement
2/7
•খবর বলছে যে একটি মাত্র ব্রন ফাটিয়েই সুস্থ শরীরকে ব্যস্ত করে তুলেছিলেন চেন। জানা গিয়েছে যে তিনি ঠোঁটের নিচের একটি ব্রন ফাটিয়ে দেন নিজে হাতে। এর পর থেকেই তাঁর মুখ ফুলে যায়, সঙ্গে মুখের ত্বকও লাল হয়ে ওঠে!
advertisement
3/7
•ঘটনা দেখে চেনের স্ত্রী তাঁকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। চেনকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান যে তাঁকে এখনই ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে ভর্তি করাতে হবে। কেন না, তাঁর ডবল নিউমোনিয়া দেখা দিয়েছে। যার অভিঘাতে দু'টি লাংস-ই কাজ করা বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে।
advertisement
4/7
•ঘটনাটি আপাতদৃষ্টিতে শুনতে অদ্ভুত লাগে ঠিকই! অনেকে এটাও বলতে পারেন যে ওই ব্যক্তি আগে থেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু চেনকে যে চিকিৎসক দেখছিলেন, তিনি সম্পূর্ণ অন্যরকম মন্তব্যই পেশ করেছেন সংবাদমাধ্যমের কাছে।
advertisement
5/7
•ডক্টর জু জানিয়েছেন যে আমাদের মুখের কয়েকটা জায়গা একটু বেশি স্পর্শকাতর হয়। সে রকমই এক জায়গা হল নাক থেকে ঠোঁটের দুই পাশ পর্যন্ত বিস্তৃত এলাকা। নাকের মাঝখান থেকে দুই ঠোঁটের পাশে দু'টি লাইন টানলে তা একটি ত্রিভুজের মতো দেখায়। ইংরেজিতে একে বলা হয়ে থাকে ট্রায়াঙ্গল অফ ডেথ।
advertisement
6/7
•ডক্টর জু-এর বক্তব্য- যে ব্রনটি চেন ফাটিয়েছিলেন, সেটি অবস্থিত ছিল এই স্পর্শকাতর অংশেই। ফলে তা ফাটানোর সঙ্গে সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখে একধরনের ঘা দেখা দেয়। মুখ ফুলে যায়, লাল হয়ে যায়। সেখান থেকেই ডবল নিউমোনিয়ায় আক্রান্ত হন চেন।
advertisement
7/7
•আসলে ট্রায়াঙ্গল অফ ডেথ মুখের যে অংশটিকে বলা হচ্ছে, সেখানকার স্নায়ুর সঙ্গে সরাসরি যোগ রয়েছে মস্তিষ্কের। তাই এই অংশের ব্রন ফাটালে তা বড়সড় বিপদ ডেকে আনতে পারে। সাধারণত ফাটানো ব্রন বিষাক্ত হয়ে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। চেনের ক্ষেত্রেও সেটাই হয়েছে বলে জানিয়েছেন ডক্টর জু।