Moon: শুক্রবার মহাকাশে মহাবিপদ! চিনের রকেটে ক্ষতবিক্ষত হবে চাঁদ! কী হতে চলেছে এর ফলে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Moon: চাঁদের অন্য প্রান্তে ঘটনাটি ঘটায় পৃথিবী থেকে তার প্রভাব দেখা যাবে না বলেই জানিয়েছেন মহাকাশ গবেষকরা।
advertisement
1/5

মহাবিপদ মহাকাশে। কয়েক বছর ধরে মহাকাশে ঘুরতে থাকা একটি রকেটের অবশিষ্ট অংশ চাঁদে (Moon) আঘাত হানতে চলেছে। শুক্রবারই যন্ত্রাংশটি চাঁদের মাটিতে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার গতিতে চাঁদের মাটিতে রকেটের অবশিষ্ট অংশ আছড়ে পড়বে।
advertisement
2/5
তবে চাঁদের অন্য প্রান্তে ঘটনাটি ঘটায় পৃথিবী থেকে তার প্রভাব দেখা যাবে না বলেই জানিয়েছেন মহাকাশ গবেষকরা। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে চাঁদের মাটিতে রকেটের আছড়ে পড়ার ঘটনা দেখা যেতে পারে। এমনটাই জানিয়েছে নাসা।
advertisement
3/5
চাঁদের সঙ্গে রকেটের ধাক্কা! রীতিমতো উদ্বেগে বিজ্ঞানীরা। বিষয়টি অবাক করা হলেও এমনটাই আশঙ্কা করছেন মহাকাশ বিজ্ঞানীরা। শুক্রবার মহাকাশে তিন টন আবর্জনা বহনকারী রকেটের ধ্বংসাবশেষ চাঁদের সঙ্গে ধাক্কা খেতে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
advertisement
4/5
বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০১৪ সালে লুনার মিশনের অংশ হিসেবে চিন একটি রকেট মহাকাশে পাঠিয়েছিল। এটি সেই রকেটেরই ধ্বংসাবশেষ। তবে মহাকাশযানটি তাদের নয় বলে দাবি করেছে বেজিং। এর আগে এই রকেটটিকে ফ্যালকন-নাইন স্পেস বলে ধারণা করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু পরে বোঝা যায়, এটি চিনের মহাকাশযান।
advertisement
5/5
জানা গিয়েছে, ঘণ্টায় প্রায় ৯ হাজার ৩০০ কিলোমিটার গতিতে চাঁদের বুকে আঘাত করবে ওই রকেটটি। এর ফলে তৈরি হবে ২০ মিটারের মতো গভীর গর্ত, যাতে কয়েকটি সেমিট্রাক্টরের ট্রেইলার ঢুকে যেতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমদিকে এটিকে ইলন মাস্কের স্পেস এক্স প্রতিষ্ঠানের রকেট বলে জানানো হলেও পরে তা চিনের বলে শনাক্ত করা হয়। যদিও চিন'ও তা স্বীকার করেনি।