Asteroids: সর্বনাশ! শব্দের থেকে ৫ গুণ বেশি গতিতে পৃথিবীতে আছড়ে পড়ল গ্রহাণু! কোথায়, কী ঘটল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Asteroids: আগে অবশ্য শোনা গিয়েছিল, পৃথিবী থেকে মাত্র ২৮৯০ কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু। কিন্তু মাধ্যাকর্ষণের টানে নিজের গতিপথ পরিবর্তন করে গ্রহাণুটি।
advertisement
1/5

আগে থেকেই জানিয়েছিল মার্কিন স্পেস এজেন্সি নাসা (NASA)। তাঁরা জানিয়েছিল, পৃথিবীর খুব কাছ দিয়েই যাবে মোট চারটি গ্রহাণু (Asteroids)। তবে এর মধ্যে তিনটি গ্রহাণু পৃথিবীর পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও একটি গ্রহাণু আছড়ে পড়ল পৃথিবীর বুকে। গত ১১ মার্চ এই গ্রহাণু আছড়ে পড়েছে গ্রিনল্যান্ডের পরিত্যক্ত অঞ্চলে।
advertisement
2/5
তবে এখনও পর্যন্ত যা খবর, এর প্রভাবে মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগে অবশ্য শোনা গিয়েছিল, পৃথিবী থেকে মাত্র ২৮৯০ কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু। কিন্তু মাধ্যাকর্ষণের টানে নিজের গতিপথ পরিবর্তন করে গ্রহাণুটি। আর তা সরাসরি পৃথিবীর বুকে এসে পড়ে। তবে গ্রিনল্যান্ডে এই গ্রহাণু আছড়ে পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
advertisement
3/5
কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী জানিয়েছেন, 'EB5' নামে গ্রহাণুটি শনিবার ভোররাত ৩.৫৭ মিনিট নাগাদ আইসল্যান্ড উপকূলের কাছে আছড়ে পড়েছে। তা ইনফ্রাসাউন্ডে ধরাও পড়েছে।
advertisement
4/5
ওই বিজ্ঞানী আরও জানিয়েছেন, গ্রহাণুটির প্রস্থ ছিল তিন থেকে চার মিটার। আর প্রতি সেকেন্ডে তার গতি ছিল ১৫ কিলোমিটার। যদিও নাসা-র আন্দাজ ছিল, গ্রহাণুটির আকার এক মিটারের মতো হবে। কিন্তু তা বাস্তবে আকারে আরও বড়।
advertisement
5/5
তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল, গ্রহাণুটির গতিবেগ শব্দের থেকেও পাঁচ গুণ বেশি ছিল। বিজ্ঞানীদের মতে, 'EB5' নামে ওই গ্রহাণুর যা গতিবেগ ছিল, তাতে মারাত্মক প্রভাব ফেলতে পারত পৃথিবীর বুকে। গ্রহাণু আছড়ে পড়ার পর এমন বিস্ফোরণ হতে পারত, যা পাঁচটি গ্রেনেড বিস্ফোরণের সমান। কিন্তু কোন রকমে সেই ক্ষতি এড়ায় পৃথিবী।