বাড়ির সমান আয়তন! ৭৫ ফুটের বিশালাকার নীল তিমি ভেসে এল সমুদ্রের তীরে, উপচে পড়ল মানুষের ভিড়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

*সমুদ্রের জলে ভাসছে বিশাল তিমি।আর তা দেখতে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ। ইন্দোনেশিয়ার একটি সমুদ্র তীর থেকে তোলা এই ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিঃ সংগৃহীত।
advertisement
2/5
*ইন্দোনেশিয়ার নুনহিলার না বাতু কপালা সমুদ্র সৈকতে মৃত অবস্থায় মেলে বিশাল তিমিটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি নীল তিমি। তবে কীভাবে বা কোথা থেকে সেটি এখানে এল তা নিয়ে এখনও বিশ্লেষণ চলছে। ছবিঃ সংগৃহীত।
advertisement
3/5
*বিজ্ঞানীদের একাংশের অনুমান, সমুদ্রের গভীর থেকে সেটি ভুল করে তীরের দিকে চলে আসে। তারপরেই তার মৃত্যু হয়। তিমিটি লম্বায় ২৩ মিটার অর্থাৎ ৭৫ ফুট। তবে এর থেকেও বিশাল তিমি হয়। নীল তিমি ৩২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে, ওজন হতে পারে ২০০ টন। ছবিঃ সংগৃহীত।
advertisement
4/5
*সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে ইন্দোনেশিয়ার বাসিন্দারা সমুদ্রের তীরে ভিড় জমিয়েছেন বিশালাকৃতির প্রাণীটিকে দেখার জন্য। তবে সেখানে সামাজিক দূরত্বের কোনও বালাই ছিল না। ছবিঃ সংগৃহীত।
advertisement
5/5
*তবে কীভাবে তিমিটির মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। বিজ্ঞানীদের অনুমান, তিমিটি আগেই মারা গিয়েছে কোথাও এবং তারপরেই সেটি জলের তোড়ে উপকূলের দিকে ভেসে চলে এসেছে। ছবিঃ সংগৃহীত।