advertisement
1/6

• সুন্দর হতে গিয়ে এ যে সাড়ে সর্বনাশ! চুলের রং থেকে তরুণীর মুখের আদলই গেল আমূল বদলে ৷ চুলের রঙের রাসায়নিক থেকে অ্যালার্জির ফলেই এমন অবস্থা হল ১৯ বছরের এই ফরাসি তরুণীর ৷
advertisement
2/6
• ফরাসি সংবাদপত্র ‘ডেইলি লে প্যারিসিয়েনি’-র একটি খবর অনুযায়ী এসটেল্লি নামের ওই তরুণী চুলে রং করেছিলেন ৷ সামান্য এই চুলের রং থেকেই বিপদ ঘনিয়ে এল ৷ মুখ ফুলে এমন কদাকার চেহারা নিল যে তার আদলই গেল বদলে ৷ এসটেল্লি জানাচ্ছেন, হেয়ার ডাই লাগানোর পর তার কপাল ৫ সেন্টিমিটারেরও বেশি ফুলে গিয়েছিল ৷
advertisement
3/6
• এসটেল্লি বলেন, ‘‘আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না ৷ মনে হচ্ছিল প্রায় মরেই যাব ৷’’ তবে ওই তরুণীর দাবি, তিনি নিয়ম ডাই করার নিয়ম মেনে প্রথমে হাতে প্যাচ টেস্ট করেছিলেন ৷ কিন্তু মাথায় রং লাগানোর সঙ্গে সঙ্গে খুব অস্বস্তি হতে শুরু করে ৷ তৎক্ষণাৎ সেটি ফুলে যায় ৷ এমনকি জিভও ফুলে যেতে শুরু করে ৷
advertisement
4/6
• সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন এসটেল্লি ৷ সেখানকার চিকিৎসকরা তাঁকে জানান, হেয়ার ডাইয়ের Paraphenylenediamine (PPD) থাকে ৷ এর থেকেই ভয়ানক বিষক্রিয়া হয়ে গিয়েছে ৷ এর ফলে শরীরের কোষ সম্পূর্ণভাবে নষ্টও হয়ে যেতে পারত ৷ এমনকি এর ফলে শ্বাসতন্ত্রে সমস্যা দেখা দিতে পারে ৷ কিনডিও নষ্ট হতে পারে ৷
advertisement
5/6
• ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন-এর একটি রিপোর্টে বলা হয়েছে PPD বিষক্রিয়া পূর্ব আফ্রিকা, মধ্য পূর্ব দেশগুলিতে আজকাল দেখা যাচ্ছে ৷ ভারতেও এর উদাহরণ রয়েছে ৷ সে জন্য হেয়ার ডাই ব্যবহারের আগে তার সতর্কতাগুলি অবশ্যই অবলম্বন করা উচিত ৷
advertisement
6/6
• শুধু হেয়ার কালারে নয়, হেনাতেও থাকে এই PPD ৷ ২০১৭ সালে প্রথম হেয়ার ডাই বিষক্রিয়ার খবর প্রকাশ্যে আসে ৷ ২৪ বছরের গেমমা উইলিয়ামসের ত্বক সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছিল ৷