Idalia: এবার সমুদ্রে ফুঁসছে ইদালিয়া, ১২৫ কিমি /ঘণ্টা গতিতে ঝাঁপিয়ে পড়ার আশঙ্কা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
hurricane Idalia: তাম্পা ইন্টারন্যাশালান এয়ারপোর্ট এবং সেন্ট পিট -ক্লিয়ারওয়াটার ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে৷
advertisement
1/7

একের পর সামুদ্রিক ঝাড়ে নাজেহাল অবস্থা৷ এবার সমুদ্রে ফুঁসছে যে ঝড় তার নাম ইদালিয়া (Idalia)৷ মঙ্গলবার সকালে সমুদ্রের ওপরই আরও শক্তি বাড়িয়ে নিয়েছে ইদালিয়া৷
advertisement
2/7
আর এই শক্তিবৃদ্ধির কারণে ট্রপিকাল স্টর্ম এই মুহূর্তে হ্যারিকেনে পরিণত হয়েছে ৷ তার মান হয়েছে ক্যাটাগরি ৩৷ আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট অনুযায়ি এই ঝড়ের গড় গতিবেগ হতে চলেছে ঘণ্টায় ১২৫ কিমি প্রতি ঘণ্টা৷
advertisement
3/7
বুধবার ফ্লোরিডাতে তছনছ করার জন্য তৈরি এই হ্যারিকেন ইদালিয়া৷ ন্যাশানাল হ্যারিকেন সেন্টার সতর্ক করে দিয়েছে ক্যাটাগরি ৩ -র এই ঝড় তাণ্ডব চালাবে৷
advertisement
4/7
হ্যারিকেন ওয়ার্নিং জারি হয়েছে গাল্ফ অফ ফ্লোরিডাতে৷ এর ফলে উপকূল সংলগ্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হচ্ছে৷ Photo- Collected
advertisement
5/7
ইদালিয়া (Idalia ) এতটাই মারাত্মক হতে চলেছে যে ঝড়ে প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ঝড়ের সঙ্গী হতে পারে ফ্ল্যাশ এবং এলাকাভিত্তিক ফ্লাড৷
advertisement
6/7
ফ্লোরিডার গভর্নর ন্যাশানাল গার্ডদের সতর্ক থাকতে বলেছেন৷ প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিস্থিতিকে এমার্জেন্সি ঘোষণা করেছেন৷
advertisement
7/7
তাম্পা ইন্টারন্যাশালান এয়ারপোর্ট এবং সেন্ট পিট -ক্লিয়ারওয়াটার ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে৷