Indian currency rate: ১০০০ টাকা নিয়ে এই দেশে গেলেই হবে ৩ লাখ, সস্তায় ছবির মতো সুন্দর বিদেশ ঘুরতে যাবেন নাকি?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian currency valuation: তেমনই একটি দেশ রয়েছে যেখানে ভারতের ১ টাকা মানে সেই দেশের প্রায় ৩০০-র সমান। দক্ষিণ চিন সাগরের এই দেশ ভারতের বন্ধু রাষ্ট্র।
advertisement
1/6

ভ্রমণ শুধু আর নিজের দেশেই সীমাবদ্ধ নেই, দেশের গণ্ডী পেরিয়ে মানুষ এখন সহজেই ঘুরতে যেতে পারছেন বিদেশে, বেড়েছে মানুষের আগ্রহও।
advertisement
2/6
আবার বিদেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ভারতের তুলনায় যে দেশগুলির মুদ্রার দাম কম সেখানে গেলে বিশেষ সুবিধা পাওয়া যায়।
advertisement
3/6
তেমনই একটি দেশ রয়েছে যেখানে ভারতের ১ টাকা মানে সেই দেশের প্রায় ৩০০-র সমান। দক্ষিণ চিন সাগরের এই দেশ ভারতের বন্ধু রাষ্ট্র। এখন বাংলার প্রচুর মানুষ ঘুরতে চান এই দেশে।
advertisement
4/6
দেশটির নাম ভিয়েতনাম। ভিয়েতনামের মুদ্রার নাম ডং। ৬ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী ভারতের ১ টাকা মানে ভিয়েতনামের ২৯৪ টাকা। Picture Curtesy: X
advertisement
5/6
ইতিহাস প্রসিদ্ধ এই দেশে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ছে। ছবির মতো এই দেশে ঘোরার জায়গা অনেক। যার মধ্যে রয়েছে হ্যানয়, হালোং বে, হো চি মিন সিটি, হোই অ্যান, ডা ন্যাং-সহ প্রচুর ঘোরার জায়গা রয়েছে ভিয়েতনামে। Picture Curtesy: Shutterstock
advertisement
6/6
কম খরচে যাদের বিদেশ ঘোরার শখ রয়েছে তারা ঘুরে আসতেই পারেন ভিয়েতনাম থেকে। এখানে এক হাজার টাকা নিয়ে ঘুরতে গেলেই হয়ে যাবে তিন লাখ টাকা।