Durga Puja Travel 2023: পুজোর ছুটিতে নির্জনে সময় কাটাতে আসুন বোটানিক্যাল গার্ডেনে! আপনার অপেক্ষায় বনবীথি
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja Travel 2023: ঘন জঙ্গলে সরু আঁকাবাঁকা পথ, কোথাও জানা-অজানা ছোট বড় গাছের ঘনত্ব এত বেশি ঠিকমতো সূর্যের আলো পৌঁছোচ্ছে না মাটিতে নিরিবিলি নির্জনে সময় কাটাতে, এই স্থান অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে আকর্ষণ করবে
advertisement
1/6

পুজোর ছুটিতে শহরেই নিরিবিলি নির্জনে সময় কাটাতে হাওড়ায় নেচার ট্রেল।
advertisement
2/6
এখানে রয়েছে ঘন জঙ্গলের মধ্যে প্রায় দুই কিলোমিটার আঁকাবাঁকা সরু জঙলি পথ।
advertisement
3/6
জানা- অজানা ছোট-বড় বহু গাছ। কোথাও গাছের ঘনত্ব এতটাই বেশি, ঠিকমত আলো পৌঁছচ্ছে না মাটিতে।
advertisement
4/6
জঙ্গলের জলাশয়ের উপর বাঁশের সাঁকো, কাঠের কুঁড়েঘর যা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের ভীষণভাবে আকৃষ্ট করবে।
advertisement
5/6
এবার পুজোয় নিরিবিলিতে সময় কাটানোর সেরা ঠিকানা। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের নেচার ট্রেল।
advertisement
6/6
এর জন্য কোনরকম আলাদা টিকিটেরও প্রয়োজন নয়। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ অধিকার টিকিটেই মিলবে এই সুবিধা।