Hooghly News: মাহেশের জগন্নাথ মন্দিরের স্মৃতি ইরানি, করলেন বিশেষ পুজো
Last Updated:
মাহেশের জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছাল দিল্লির দরবারে
advertisement
1/5

মাহেশের জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছালো দিল্লির দরবারে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে এসে পুজো দিলেন মহেশের জগন্নাথ দেবের কাছে। মন্ত্র উচ্চারণ করে মহাপ্রভুর কাছে হাতজোড় করে পূজা অর্পণ করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। পুজো শেষে মন্ত্রী গোটা মন্দির পরিদর্শন করলেন পায়ে হেঁটে।
advertisement
2/5
তিন দিনের সফরে রাজ্যে এসেছেন স্মৃতি ইরানি। প্রচন্ড প্যাকড সিডিউল তাঁর। ৭২ ঘণ্টার মধ্যে ২১ টি বৈঠক করার কথা রয়েছে মন্ত্রীর। সোমবার কলকাতা বিমানবন্দরে নেমে সকালেই সোজা চলে আসেন হুগলির শ্রীরামপুরের দলীয় কার্যালয়ে। সকাল থেকে রাত পর্যন্ত একাধিক কর্মসূচি রয়েছে। তবুও হাজারও ব্যাস্ততার মধ্যে তিনি সময় বার করে নিয়েছেন জগন্নাথ দেবের দর্শনের জন্য।
advertisement
3/5
এইদিন বিকাল চারটে নাগাদ তিনি পৌঁছান জগন্নাথ মন্দিরে। রজনীগন্ধার মালা, বেনারসি শাড়ি দিয়ে বেদ মন্ত্র উচ্চারণ করেন স্মৃতি ইরানি। পুজোর শেষে মন্দিরের পক্ষ থেকে তার হাতে একটি মহেশ মন্দিরের জগন্নাথ দেবের ছবি উপহারস্বরূপ তুলে দেন মন্দিরের সেবাইত।
advertisement
4/5
পুরীর পরেই স্থান রয়েছে মহেশের জগন্নাথ মন্দিরের। ৬২৬ বছরের পুরাতন এই মন্দিরে গর্ভ গৃহে বসে ভক্তি ভরে জগন্নাথ দেবকে পুজো অর্জন করলেন তিনি। মন্ত্রীর কাছে মন্দিরের পক্ষ থেকে একটি বিশেষ আবেদনও রাখা হয়। সেই সম্পর্কে পরবর্তীতে আলোচনার আশ্বাস দেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি রানী।
advertisement
5/5
মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী জানান, তিনি খুব আপ্লুত কেন্দ্রীয় মন্ত্রীর আগমনে। মন্দিরের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানানো হয়েছে তাঁকে। একই সঙ্গে পুজো শেষে মন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেন যাতে শ্রীরামপুর স্টেশনটি মহেশ মন্দিরের আদলে তৈরি হয়। এই বিষয়ে স্মৃতি ইরানি আশ্বাসও দিয়েছেন সেবাইতকে।