Indian Railways: ম্যাজিকের মতো বদলে যাবে শেওড়াফুলি স্টেশনের রূপ! কী কী চমক থাকছে দেখে নিন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫০৮ স্টেশনের পুনঃবিকাশ করা হবে এই অমৃত ভারত স্কিমের আওতায়। যার মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭ স্টেশন করা হবে উন্নতি। তারমধ্যেই একটি শেওড়াফুলি স্টেশন।
advertisement
1/6

অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে একের পর এক স্টেশন। বদলে যাচ্ছে লুক। বদলে যাচ্ছে পরিষেবা। উন্নতমানের একের পর এক নয়া রেল স্টেশন তাক লাগাচ্ছে দেশজুড়ে।
advertisement
2/6
অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে একের পর এক স্টেশন। বদলে যাচ্ছে লুক। বদলে যাচ্ছে পরিষেবা। উন্নতমানের একের পর এক নয়া রেল স্টেশন তাক লাগাচ্ছে দেশজুড়ে।
advertisement
3/6
২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫০৮ স্টেশনের পুনঃবিকাশ করা হবে এই অমৃত ভারত স্কিমের আওতায়। যার মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭ স্টেশন করা হবে উন্নতি। তারমধ্যেই একটি শেওড়াফুলি স্টেশন।
advertisement
4/6
৩১ কোটি ১ লক্ষ টাকা প্রকল্প ব্যায়ে শেওড়াফুলি স্টেশন হবে অমৃত ভারত স্টেশন। দেশের ৫০৮ টি স্টেশনের ভার্চুয়ালি ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
5/6
পাশাপাশি হাওড়া ডিভিশনের ৯ টি স্টেশন অমৃত ভারতের আওতায় আনা হয়েছে। শেওড়াফুলি, তারকেশ্বর, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, বোলপুর, রামপুরহাট, বর্ধমান স্টেশন রয়েছে।
advertisement
6/6
শেওরাফুলি স্টেশন কে আধুনিকরন করার পাশাপাশি জিটি রোড থেকে শেওড়াফুলি বাজার পর্যন্ত ১২ মিটার চওড়া ফুট ওভার ব্রিজ তৈরি হবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এক্সকেলিটর ও লিফট এর ব্যবস্থা থাকবে।