ঘরেই চটপট বানিয়ে ফেলুন এবার ক্রিস্টমাস কেক
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

উৎসব মানেই মনের ভিতরের খাইখাই ভাবটা জেগে ওঠে। আর বড়দিন মানেই প্লাম কেক। মোলায়েম, স্বাদু প্লাম কেকে রাম- দিয়ে ভেজানো ড্রাই ফ্রুট, বাদাম, আঙুর, কিসমিস থাকে। (Photo collected)
advertisement
2/8
বিদেশে বেশ কিছু জায়গায় পরিবারের লোকজন একত্র হয়ে কেকের ব্যাটার মেশান, একে কেক মিক্সিং সেরেমনিও বলা হয়। তারা আসন্ন বছরের জন্য এ সময় প্রার্থনাও করেন। (Photo collected)
advertisement
3/8
আর এই ক্রিসমাস প্লাম কেক যদি ঘরে তৈরি করে ফেলা যায় তাহলে মজাটাই আলাদা। তাই শিখে নিন ক্রিসমাস প্লাম কেক বানানোর ফর্মুলা (Photo collected)
advertisement
4/8
খেজুর- ৫০ গ্রাম | কিসমিস- ৫০ গ্রাম | চেরি- ৫০ গ্রাম | কমলালেবুর কোয়া- ২৫ গ্রাম | ভাঙা কাজু- ২৫ গ্রাম | রাম বা ব্র্যান্ডি- ২ টেবিল চামচ | মাখন- ২৫ গ্রাম | গুঁড়ো চিনি- ১২৫ গ্রাম | ময়দা- ১২৫ গ্রাম | ডিম- ২টো | বেকিং পাউডার- আধ চা চামচ | ভ্যানিলা এসেন্স- আধ চা চামচ | ক্যারামেল সিরাপ- ১ টেবিল চামচ (Photo collected)
advertisement
5/8
সব শুকনো ফল কুচি করে কেটে একটা এয়ারটাইট পাত্রে রামে ভিজিয়ে অন্তত এক সপ্তাহ রেখে দিন। (Photo collected)
advertisement
6/8
মাখন আর গুঁড়ো চিনি একসঙ্গে ফেটিয়ে নিন। মিশ্রণে একটা একটা করে ডিম ভেঙে দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। (Photo collected)
advertisement
7/8
ময়দা আর বেকিং পাউডার একসঙ্গে চেলে নিয়ে রামে ভেজানো মেওয়া মিশিয়ে নিন। এবারে মাখন, চিনি, ডিমের মিশ্রণে ক্যারামেল সিরাপ ঢেলে হাত দিয়ে ভাল করে মিশিয়ে নিন। (Photo collected)
advertisement
8/8
বেকিং ট্রে গ্রিজ করে কেকের মিশ্রণ ঢেলে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১ ঘণ্টা বেক করুন। (Photo collected)