অযাচিত নোটিফিকেশন থেকে মুক্তি দিতে WhatsApp নিয়ে এল 'Permanent Mute' অপশন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
এই নতুন আপডেট অ্যান্ড্রয়েটের পাশাপাশি আইওএস-এও সাপোর্ট করবে। অত এব এবার মুক্তি মিলবে অযাচিত নোটিফিকেশন থেকে।
advertisement
1/5

হোয়াটসঅ্যাপ। আমাদের বর্তমান দিনের নিত্য সঙ্গী। অফিসের কাজ, বন্ধুদের সঙ্গে যোগাযোগ সব কিছুই টিকে আছে এই প্ল্যাটফর্মে। কিন্তু সকলের সঙ্গে যোগাযোগ রাখতে গিয়ে অনেক গ্রুপ খুলতে হয় এখানে। তবে সব সময় নোটিফিকেশন আসতে থাকে এই গ্রুপগুলি থেকে। যা অনেকসময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এবার মুক্তি মিলতে চলেছে এই অযাচিত নোটিফিকেশন থেকে। photo source collected
advertisement
2/5
হোয়াটসঅ্যাপ পার্মানেন্ট মিউট অপশন আনতে চলেছে হোয়াটসঅ্যাপে। photo source collected
advertisement
3/5
হোয়াটসঅ্যাপের নতুন আপডেট 2.20.197.3 গুগলপ্লে বেটা প্রোগ্রামকে পাঠাতে চলেছে। যদিও এখনও ফিচারটি বিবেচনার স্তরে রয়েছে। photo source collected
advertisement
4/5
তবে কয়েকদিনের মধ্যেই তা চলে আসবে। নতুন আপডেটটি করলেই আপনি চিরকালের মতো মিউট করতে পারবেন হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় গ্রুপগুলিকে।photo source collected
advertisement
5/5
এই নতুন আপডেট অ্যান্ড্রয়েটের পাশাপাশি আইওএস-এও সাপোর্ট করবে। অত এব এবার মুক্তি মিলবে অযাচিত নোটিফিকেশন থেকে। photo source collected