TRENDING:

আবার এসো মা ! বাবুঘাটে চোখের জলে চলছে প্রতিমা নিরঞ্জন

Last Updated:
advertisement
1/7
আবার এসো মা ! বাবুঘাটে চোখের জলে চলছে প্রতিমা নিরঞ্জন
চোখের জলে মাকে বিদায় ৷ আবার এসো মা ৷ কান্নাভেজা গলায় প্রতিমা নিরঞ্জন চলছে বাবুঘাটে ৷ (নিজস্ব চিত্র)
advertisement
2/7
সকাল থেকেই চলছে দশমীর পুজো ৷ তারপর রীতি নীতি মেনে আচার উপাচার মেনে হয়েছে প্রতিমা বরণ ৷ এরপর সিঁদুর খেলা ৷ (নিজস্ব চিত্র)
advertisement
3/7
দুপুর থেকেই গঙ্গার ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ৷ (নিজস্ব চিত্র)
advertisement
4/7
আবার অপেক্ষা এক বছরের তবু, বছরের এই শেষ দিনটায় একটুও মন খারাপ করে থাকতে রাজি নন শহরবাসী ৷ চেটেপুটে দশমীতেও আনন্দ করছেন সকলে ৷ (নিজস্ব চিত্র)
advertisement
5/7
বাবুঘাটে শেষ মুহূর্তে মাকে ছুঁয়ে মনের ইচ্ছে পূরণের প্রার্থনা ৷ (নিজস্ব চিত্র)
advertisement
6/7
প্রতিমা নিরঞ্জনের সময় যাতে গঙ্গার ঘাটে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় ৷ সেই কারণে কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থাও ৷ (নিজস্ব চিত্র)
advertisement
7/7
গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ ৷ এর পাশাপাশি রয়েছে বিপর্যয় মোকাবিলা দল এবং রিভার ট্রাফিক ৷ মাইকিংয়ের মাধ্যমে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রন রাখার চেষ্টা কলকাচা পুলিশের ৷ (নিজস্ব চিত্র)
বাংলা খবর/ছবি/ফিচার/
আবার এসো মা ! বাবুঘাটে চোখের জলে চলছে প্রতিমা নিরঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল