TRENDING:

Kim Jong Un| এই হাসপাতালে শুধুই কিম জং উনের চিকিত্‍সা হয়! সব হচ্ছে অত্যন্ত গোপনে

Last Updated:
তবে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে, কিম জং উনের যে হাসপাতালে চিকিত্‍সা চলছে, তা অত্যন্ত অত্যাধুনিক৷ এবং ওই হাসপাতালটিতে শুধুমাত্র কিম জং উন ও তাঁর পরিবারেরই চিকিত্‍সা করা হয়৷ অন্য কারও চিকিত্‍সা হয় না৷
advertisement
1/5
এই হাসপাতালে শুধুই কিম জং উনের চিকিত্‍সা হয়! সব হচ্ছে অত্যন্ত গোপনে
উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক৷ মার্কিন গোয়েন্দা দফতরের খবরের জেরে কিমের স্বাস্থ্য নিয়ে জল্পনা তুঙ্গে গোটা বিশ্বে৷ যদিও উত্তর কোরিয়া থেকে কোনও খবর বহির্বিশ্বে বের হয় না সাধারণত, তাই কিম এখন ঠিক কেমন আছেন, তা সঠিক ভাবে বোঝা যাচ্ছে না৷
advertisement
2/5
তবে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে, কিম জং উনের যে হাসপাতালে চিকিত্‍সা চলছে, তা অত্যন্ত অত্যাধুনিক৷ এবং ওই হাসপাতালটিতে শুধুমাত্র কিম জং উন ও তাঁর পরিবারেরই চিকিত্‍সা করা হয়৷ অন্য কারও চিকিত্‍সা হয় না৷
advertisement
3/5
হার্টের জন্য ওই হাসপাতালটি উত্তর কোরিয়ার সবচেয়ে নামী হাসপাতাল৷ দেশের সেরা ডাক্তাররা ওই হাসপাতালে চিকিত্‍সা করছেন কিমের৷
advertisement
4/5
হাসপাতালটির নাম হ্যাং সান হাসপাতাল৷ রাজধানী পিয়ংইয়ং থেকে দেড়শো কিমি দূরে৷ ১৯৯৪ সালে তৈরি করা হয় হাসপাতালটি৷ কিম জং উনের পিতামহ কিম জং ইলের মৃত্যুর পরে৷ মৃত্যুর সময় কিম জং ইল হ্যাং স্যানেই ছিলেন৷ তাই কিমের বিশ্বাস, ওই জায়গায় হাসপাতালে তাঁর চিকিত্‍সা হলে দাদু তাঁকে রক্ষা করবেন৷
advertisement
5/5
এছাড়াও রাজধানী থেকে দূরে হওয়ায় কিম ও তাঁর পরিবারের গতিবিধি কেউ নজরে রাখতে পারবে না৷ দেশের মানুষও নয়৷ জানা গিয়েছে, কিমের হার্টের যিনি জটিল অস্ত্রোপচার করছেন যে ডাক্তার, তিনি বিদেশ থেকে পাশ করেছেন৷ তাঁকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে৷
বাংলা খবর/ছবি/ফিচার/
Kim Jong Un| এই হাসপাতালে শুধুই কিম জং উনের চিকিত্‍সা হয়! সব হচ্ছে অত্যন্ত গোপনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল