সত্তরের তরুণের আজ জন্মদিন ! সত্তরেও 'তোমাকে চাই' ! শুভ জন্মদিন ' গানওয়ালা '
Last Updated:
advertisement
1/7

''জানি না কতটা কথা বলা হলে হবে কথকথা/ জানি না কীভাবে স্রোত ভেঙে দেয় নদীর জড়তা'' শুভ জন্মদিন 'গানওয়ালা'... ''গড়িয়াহাটার মোড়, মিনি মিনি বাস বাস...'' থেকে ''প্রথমবার লুকিয়ে টানা প্রথম সিগারেট/ প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরপেট।'' আমাদের প্রজন্মর চোখে কলকাতার ক্যানভাস তুলে ধরেছিলেন এই পাগলা বিপ্লবী! সত্যিই তিনি পাগল, তাই তো সহজ কথাটা সহজে বলতে পেরেছিলেন- '' কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়?''
advertisement
2/7
কীভাবে যেন সত্যি হয়ে গিয়েছিল তাঁর কলম-- ''প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়/ হন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায়/ প্রথম প্রেম ঘুঁচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে/ কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ বেয়ে...'' আজও মনে তাঁর প্রশ্নই ঝড় তোলে-- '' কত হাজার পারের পর আকাশ দেখা যাবে/ কত কান পাতলে তবে কান্না শোনা যাবে'' আজও দিনের শেষে তাঁর কথাই সত্যি হয়, '' চেনা দুঃখ চেনা সুখ/ চেনা চেনা হাসি মুখ/ চেনা আলো চেনা অন্ধকার!/ চেনা মাটি চেনা পাড়া/ চেনা পথে কড়া নাড়া/ চেনা রাতে চেনা চিৎকার...'' আজ এই তরুণ তুর্কীর বয়স কত হল? সবে ৭০! এই মানুষটার ক্ষেত্রে বয়সটা শুধুই একটা সংখ্যা! বিপ্লবীকে শুভেচ্ছা জানালেন দেবজ্যোতি মিশ্র,সৃজিত মুখোপাধ্যায়,রূপঙ্কর বাগচি,অনুপম রায়,রূপম ইসলাম
advertisement
3/7
দেবজ্যোতি মিশ্র- বিশ্ব সঙ্গীতকারের জন্মদিন আজ! সমাকালীন সময়ে গোটা বিশ্বে শ্রেষ্ট কবি, গায়ক শিল্পীদের মধ্যে অন্যতম নাম কবীর সুমন। সুমনদা একটা ইতিহাস। আমার কাছে ইতিহাস মানে, অতীত নয়! প্রেসেন্ট কন্টিনিউয়াস টেন্স! আমার কাছে বয়ে চলা নদীর আরেক নাম কবীর সুমন। নিজের গড়িমায় প্রবাহিত হয়ে চলেছে। আমরা তার পাড়ে বসে। তার গান, তার ভাবনা, তার চিন্তায় মুগ্ধ হচ্ছি! এক সম্পূর্ণ শিল্পীর নাম কবীর সুমন। Photo Source: collected
advertisement
4/7
সৃজিত মুখোপাধ্যায়- "আমি সুফি, আমি তথাগতকেও ছুঁই, আমি কীর্তন, আমিই গিটার ধরি, নতুন বাংলা গানের সঙ্গে শুই, একদিন যেন বাংলা গানেই মরি..." শুভ জন্মদিন প্রফেট।
advertisement
5/7
রূপঙ্কর বাগচি: সুমনদা-র গান, ব্যক্তিত্ব, শিক্ষা, মনন এতদিন ধরে বাঙালিকে পুষ্ট করে আসছে। যখন কেরিয়ার শুরু করি, সুমন দার লাইভ পারফরম্যান্স এতটাই উদ্বুদ্ধ করেছিল যে গানের প্রতি আমার ভাবধারাটাই সম্পূর্ণ বদলিয়ে যায়। আমি এবং আমার সমকালীন সঙ্গীতশিল্পী যাঁরা রয়েছে, তাঁরা নিশ্চয়ই একবাক্যে এ'কথা স্বীকার করবেন, আমরা আজ যে রাস্তায় চলছি, সেই পথের দিশা প্রথম দেখিয়েছিলেন সুমনদা-ই! সুমনদা এককথায় গানের এনসাইক্লোপিডিয়া। তাঁর গান নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। তিনি এমন একজন শিল্পী, যিনি বাংলা গানের ধারা বদলে দিয়েছিলেন! রেকর্ডিং, ঘরোয়া আড্ডার আসর কিংবা 'জাতিস্বর'-এ একসঙ্গে কাজ করার সময়ে যতবার সুমনদা-র সঙ্গে সময় কাটিয়েছি, খালি হাতে ফিরিনি কখনও! ঝুলিতে কিছু না কিছু জমা হয়েছেই! আজ সুমন দা-কে কিছু বলতে ইচ্ছে করছে... সুমনদা ৭১ শুধুমাত্র একটা সংখ্যা! আপনি এখনও টগবগে তরুণ। এখনও আমাদের অনেক কিছু দেওয়া বাকি আপনার! Photo Source: Collected
advertisement
6/7
অনুপম রায়: জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা সুমনদা! খুব ভাল থাকুন। আরও অনেক নতুন গানের অপেক্ষায় রয়েছি। Photo Source: Collected
advertisement
7/7
রূপম ইসলাম: শ্রদ্ধেয় কবীরদাকে জন্মদিনের প্রণাম জানাই। খুব ভাল থাকুন। Photo Source: Collected