TRENDING:

কোভিড সংক্রমণ কি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়? সংক্রমিত হলে টিকা কখন নিতে হবে বিশদে জানুন!

Last Updated:
কোভিড সংক্রমণ সুস্থ হওয়া রোগীদের শরীরে যে কোনও রোগ প্রতিরোধের ক্ষমতা বেশ কয়েক মাস বাড়িয়ে দেয়, আবার তা স্থায়ীও হতে পারে।
advertisement
1/4
কোভিড সংক্রমণ কি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়? সংক্রমিত হলে টিকা কখন নিতে হবে?
#কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ। এখন একটু নেমেছে করোনা গ্রাফ। সব কিছু স্বাভাবিক হতে লাগবে একটু সময়। এমন অবস্থায় যেগুলো জানা খুব দরকার তা হল, যাঁরা করোনা সংক্রমণ থেকে সেরে উঠে সাধারণ জীবনে ফিরে এসেছেন, তাঁদের দেহে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়েছে বলেই করোনার মতো জটিল রোগ থেকে সেরে উঠেছেন। সম্প্রতি কিছু গবেষণায় বলা হয়েছে কোভিড সংক্রমণসুস্থ হওয়া রোগীদের শরীরে যে কোনও রোগ প্রতিরোধের ক্ষমতা বেশ কয়েক মাস বাড়িয়ে দেয়, আবার তা স্থায়ীও হতে পারে। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমী প্রভাব লক্ষ্য করা গিয়েছে। গবেষণা বলছে, যাঁদের শরীরে আগে থেকে জটিল রোগ বাসা বেঁধে রয়েছে তাঁদের ক্ষেত্রে এবং প্রবীণদের জন্য ঝুঁকি থাকছে। Photo- Representative
advertisement
2/4
চিকিৎসকদের দাবি মানব দেহে উচ্চ রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয় করোনা নেগেটিভ রিপোর্ট আসার পর থেকে। কারণ ওই সময় শরীরে অ্যান্টিবডির সংখ্যা বাড়তে থাকে। সেটা ৯০ থেকে ১২০ দিন পর্যন্ত স্থায়ী হয়। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরের তিন মাস সব চেয়ে বেশি নিরাপদ বলেই মনে করেন চিকিৎসকরা। তবে সাবধানতাও জরুরি। জ্বর কত দিন স্থায়ী হচ্ছে সেটাও লক্ষ্য রাখতে হবে। বেশি দিন থাকলে বুঝতে হবে রোগ প্রতিরোধক ক্ষমতা কম রয়েছে শরীরে। তবে কম দিনের স্থায়ী জ্বরেও ভয় থাকে, যাঁরা আগে থেকে অন্য রোগে আক্রান্ত থাকেন।Photo- Representative
advertisement
3/4
কিছু সংখ্যক রোগীর ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি বাড়ার অন্যতম কারণ অন্য জটিল রোগ। আবার বয়েসটাও একটা ফ্যাক্টর। বয়স বাড়ার সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। এটা প্রবীণ পুরুষদের তুলনায় প্রবীণ মহিলাদের মধ্যে বেশি লক্ষ্য করা গিয়েছে। গুরুতর করোনা সংক্রমণ বা কম গুরুতর করোনা সংক্রমণ মানে এক শ্রেণীর রোগীর উপসর্গ বেশি থাকে আর এক শ্রেণীর রোগীর কম উপসর্গ থাকে। চিকিৎসকরা বলছেন যাঁদের পরিস্থিতি মারাত্মক হয় তাঁদের শরীরে ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য শক্তিশালী লড়াই চলে। তাঁদের শরীরে অ্যান্টিবডি বেশি তৈরি হয়। যদিও এটিকে সমর্থন করার মতো কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। কম গুরুতর করোনা সংক্রমণের ক্ষেত্রে উপসর্গগুলি হালকা বলে ঝুঁকি কমে যাবে তা নয়। গবেষকরা সন্দেহ প্রকাশ করে বলেছেন যে এই সংক্রমণ বেশিরভাগ ক্ষেত্রে গুরুতর হয়ে দাঁড়ায়। ফলে এমন ক্ষেত্রে রোগীর নিজের যত্ন নেওয়ার প্রয়োজন আছে।Photo- Representative
advertisement
4/4
করোনা সংক্রমণের পর দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এটা প্রমাণিত কিন্তু এর পর টিকা কখন নিতে হবে এটা বড় প্রশ্ন। গবেষকদের দাবি, করোনা টিকা দেহে কৃত্রিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কিন্তু যাঁরা সদ্য সংক্রমণ থেকে সেরে উঠেছে তাঁদের কিছু দিনের জন্য টিকা নেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে টিকা নিতে মানা করা হয়নি।Photo- Representative
বাংলা খবর/ছবি/Explained/
কোভিড সংক্রমণ কি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়? সংক্রমিত হলে টিকা কখন নিতে হবে বিশদে জানুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল