TRENDING:

Explained: করোনার ফলে দেখা দিচ্ছে লিঙ্গশৈথিল্যের? সমস্যায় যৌনজীবন? শুনুন বিশেষজ্ঞের মত

Last Updated:
বিষয়টি বিশ্লেষণ করেছেন সেক্সোলজির অধ্যাপক ড. সারাংশ জৈন (Saransh Jain)।
advertisement
1/6
করোনার ফলে দেখা দিচ্ছে লিঙ্গশৈথিল্যের? সমস্যায় যৌনজীবন? শুনুন বিশেষজ্ঞের মত
*চিকিৎসকরা সবাই একমত যে শুধু শ্বাসযন্ত্র নয়, শরীরের অন্যত্রও নেতিবাচক প্রভাব রেখে যাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। কিন্তু এর প্রভাবে কি সঙ্গমকালে লিঙ্গশৈথিল্য দেখা দিতে পারে? বিষয়টি বিশ্লেষণ করেছেন সেক্সোলজির অধ্যাপক ড. সারাংশ জৈন (Saransh Jain)। Photo Collected
advertisement
2/6
*রক্তসঞ্চালনে বাধা করোনাভাইরাসের সংক্রমণ ব্লাড ভেসেলের ধারগুলোকে ফুলিয়ে তোলে, ফলে রক্ত জমাট বেঁধে থাকে। একারণে শরীরের সর্বত্র স্বাভাবিক ভাবে রক্ত সঞ্চালনে একটা বাধার সৃষ্টির হয়। আবার যৌন উত্তেজনারও মূল কথা হল রযথাযথ রক্ত সঞ্চালন। যদি পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন পর্যাপ্ত না হয়, তাহলে তা সঙ্গমকালে দৃঢ় থাকবে না। একারণে করোনা থেকে সেরে উঠলেও অনেকের সঙ্গমের সময়ে লিঙ্গশৈথিল্য দেখা যাচ্ছে।Photo Collected
advertisement
3/6
*ভাস্কুলার এফেক্ট শরীরের ভাস্কুলার সিস্টেম আর রিপ্রোডাকটিভ সিস্টেম পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। তাই লিঙ্গশৈথিল্যকে হার্ট অ্যাটাকের পূর্ববর্তী এক লক্ষণ বলেও ধরা হয়। আবার করোনাভাইরাসের সংক্রমণে যখন ব্লাড ভেসেল ফুলতে থাকে, তখন রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে হার্টে চাপ পড়ে। সব মিলিয়ে, লিঙ্গশৈথিল্যের সমস্যা তৈরি হয়ই!Photo Collected
advertisement
4/6
*মনের সাড়া যৌনতা শুধু শারীরিক বিষয় নয়, এখানে মনের ভূমিকাও যথেষ্ট। দেখা গিয়েছে যে করোনায় আক্রান্ত হলে যে মানসিক বিষাদ তৈরি হয়, তা অনেকেরই চট করে কাটে না। ফলে, এই সময়ে যৌনতায় ইচ্ছা জাগে না। সঙ্গমে অংশ নিলেও লিঙ্গ শিথিল হয়ে থাকে।Photo Collected
advertisement
5/6
*স্বাস্থ্যের অবনতি করোনাভাইরাসের সংক্রমণে সামগ্রিক ভাবে স্বাস্থ্যের অবনতি তো হয়েই থাকে, কারও কম, কারও বা বেশি! ফলে, যৌনতায় অংশ নেওয়ার মতো যথেষ্ট উত্তেজনা শরীর বহন করতে পারে না। সব মিলিয়ে লিঙ্গশৈথিল্যের সমস্যা অনেক পুরুষকেই ভোগ করতে হয়, এক্ষেত্রে বয়সের প্রশ্ন অর্বাচীন!Photo Collected
advertisement
6/6
*প্রতিকারের পন্থা এল-আর্জিনাইন (L-arginine) সমৃদ্ধ খাবার, যেমন কুমড়োর বীজ, ওটস, ব্রাউন রাইস, পিনাট ডায়েটে রাখলে কিছুটা সুফল মেলে। সঙ্গে কেজেলের মতো পেলভিক ফ্লোরের এক্সারসাইজ করতেই হবে, যাতে শরীরের ওই অংশে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন ড. জৈন।Photo Collected
বাংলা খবর/ছবি/Explained/
Explained: করোনার ফলে দেখা দিচ্ছে লিঙ্গশৈথিল্যের? সমস্যায় যৌনজীবন? শুনুন বিশেষজ্ঞের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল