Covid Vaccine: করোনার তৃতীয় ঢেউ আসছে, যাঁদের টিকাকরণ হয়েছে তাঁরা আদৌ সুরক্ষিত?
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
প্রশ্ন জাগছে, আদৌ কী করোনার ভ্যাকসিন এই নতুন স্ট্রেনের উপর কার্যকরী হবে? যাঁরা ইতিমধ্যেই টিকা নিয়ে নিয়েছেন, তাঁরা এখন কতটা সুরক্ষিত? কত দিন পর্যন্ত কর্যকরী থাকবে এই ভ্যাকসিন?
advertisement
1/6

• খুব শীঘ্রই দেশে আচড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ । যা নিয়ে আশঙ্কিত বিশেষজ্ঞ মহল । কারণ আগাম পূর্বাভাসে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ঢেউয়ে বেশি ক্ষতি হতে পারে শিশুদের । তাদের মধ্যেই সংক্রমণের হার বেশি দেখা যাবে । ইতিমধ্যেই মহারাষ্ট্রের একাধিক জেলা থেকে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে । গত এক মাসে মহারাষ্ট্রের শুধুমাত্র একটি জেলাতেই প্রায় ৮ হাজার শিশুর আক্রান্ত হওয়ার খবর এসেছে ।
advertisement
2/6
• তবে অনেকের মধ্যেই এই মুহূর্তে প্রশ্ন জাগছে, আদৌ কী করোনার ভ্যাকসিন এই নতুন স্ট্রেনের উপর কার্যকরী হবে? যাঁরা ইতিমধ্যেই টিকা নিয়ে নিয়েছেন, তাঁরা এখন কতটা সুরক্ষিত? কত দিন পর্যন্ত কর্যকরী থাকবে এই ভ্যাকসিন?
advertisement
3/6
• ভারতে এই মুহূর্তে তিন ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে । সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং রাশিয়ার স্পুটনিক ভি । এই তিনটি ভ্যাকসিনেই দু’টি করে ডোজ নিতে হয় ।
advertisement
4/6
• কেন্দ্র সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, কোভিশিল্ডের দু’টো ডোজের মধ্যে ১২-১৬ সপ্তাহের ব্যবধান রাখতে হবে । কোভ্যাক্সিনের ক্ষেত্রে ৪-৬ সপ্তাহ এবং স্পুটনিক ভি-র ক্ষেত্রে ২১-৯০ দিনের মধ্যে নিতে হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ । World Health Organisation বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডঃ ক্যাথেরিন ও’ব্রায়েন বলছেন, প্রথম ডোজের পর ২ সপ্তাহের মধ্যে দেহে শক্তিশালী প্রতিরোধ গড়ে ওঠে । সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ।
advertisement
5/6
• কতদিন স্থায়ী হবে এই টিকা? সত্যি বলতে এর উত্তর এখনও বিজ্ঞানীদের কাছেও খুব স্পষ্ট করে নেই । এই নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে । যাঁরা ভ্যাকসিন ইতিমধ্যেই নিয়েছেন, তাঁদের শরীরের উপর পরীক্ষা চালানো হচ্ছে । তবে প্রাথমিক গবেষণার পর মনে করা হচ্ছে, ফাইজারের দু’টি ডোজ নেওয়ার পর থেকে তা ৬ মাস পর্যন্ত কার্যকরী থাকে । মডের্নাও ৬ মাস পর্যন্ত কর্মক্ষম থাকে । কোভিশিল্ড মোটামুটি ভাবে ১ বছর কার্যকরী থাকে ।
advertisement
6/6
• সম্প্রতি অনেক বিজ্ঞানীই বলছেন, দু’টি ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও একটি বুস্টার ডোজ নিলে এই ভ্যাকসিন আরও বেশী কার্যকরী হবে । তবে এই বুস্টার ডোজ আদৌ প্রয়োজন কিনা সে বিষয়ে এখনও সম্পূর্ণ নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা । বিষয়টির উপর এখনও গবেষণা চলছে । তবে AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলছেন, ভাইরাসটি মারাত্মক চতুর এবং প্রায়ই নিজের জিনগত গঠন বদলে ফেলছে এটি । ফলে করোনা ভ্যাকসিন কতদিন পর্যন্ত এই রোগের উপর কার্যকর থাকবে তা এখনই বলা কঠিন ।