Zubeen Grag WIfe Hospitalized: দেড় মাস পেরিয়েছে আজও স্বামী জুবিন নেই মানতেই পারছেন না স্ত্রী গরিমা, একাধিক অসুবিধা নিয়ে রাতে হাসপাতালে ভর্তি, রইল জুবিনের স্ত্রী-র হেলথ আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Zubeen Garg's wife Garima Garg: গত ৫০ দিন ধরে, তিনি রাতে খুব কমই ঘুমাতে পেরেছেন, অপূরণীয় ক্ষতির কারণে তিনি গভীরভাবে ক্ষতিগ্রস্ত।
advertisement
1/5

: সেপ্টেম্বরেই স্বামীকে হারিয়েছেন এবার প্রয়াত গায়ক জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গকে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল, যদিও তিনি এখনও চিকিৎসা পর্যবেক্ষণে আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গরিমা তাঁর স্বামীর মৃত্যুর পর মানসিক চাপের কারণে তিনি দুর্বলতা এবং ডিহাইড্রেশনে ভুগছিলেন।
advertisement
2/5
হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর পরাগ দত্ত বলেন, "গরিমা সাইকিয়া গর্গকে মঙ্গলবার রাত ১০টার দিকে ভর্তি করা হয়েছিল।" তিনি দুর্বল ছিলেন এবং ডিহাইড্রেশনের সমস্যা ছিল। তাঁর অবস্থার উন্নতি হয়েছে, তবে কবে তাকে ছেড়ে দেওয়া হবে তা আমরা এখনও বলতে পারছি না। রক্ত, আল্ট্রাসাউন্ড এবং ইসিজি সহ সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। মেডিসিন বিভাগের ডাঃ ব্রজেন লহকারের অধীনে তার চিকিৎসা চলছে।"
advertisement
3/5
হাসপাতাল আরও স্পষ্ট করে জানিয়েছে যে তিনি স্বাভাবিকভাবে তাঁর খাবার খেতে পেরেছেন এবং চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। গরিমার সঙ্গে জুবিনের বোন পালমি বরঠাকুরও রয়েছেন হাসপাতালে। উল্লেখযোগ্যভাবে, স্বামীর মৃত্যুর পর থেকে গরিমার স্বাস্থ্য ভঙ্গুর হয়ে পড়েছে।
advertisement
4/5
প্রতিবেদনে বলা হয়েছে যে গত ৪৮ দিন ধরে, তিনি রাতে খুব কমই ঘুমাতে পেরেছেন, অপূরণীয় ক্ষতির কারণে তিনি গভীরভাবে ক্ষতিগ্রস্ত। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান এই বিখ্যাত গায়ক। তিনি উত্তর-পূর্ব ভারত উৎসবের (এনইআইএফ) চতুর্থ সংস্করণে যোগ দিতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে গিয়েছিলেন।
advertisement
5/5
মঙ্গলবারও, গর্গের বিচারের দাবিতে শত শত মানুষ গুয়াহাটিতে মিছিল করে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ (এজেওয়াইসিপি) এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে, যেখানে আরও ২৫টি আদিবাসী ও ছাত্র সংগঠন অংশগ্রহণ করে।