Zubeen Garg hospitalised|| মাথায় চোট পেয়ে হাসপাতালে জুবিন গর্গ, প্রস্তুত এয়ার অ্যাম্বুল্যান্স, উদ্বিগ্ন অসম
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Zubeen Garg hospitalised in Dibrugarh: অসুস্থ সঙ্গীত শিল্পী তথা মিউজিক কম্পোজার জুবিন গর্গ। বুধবার সকালে ডিব্রুগড়ের হোটেলের বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি।
advertisement
1/6

*অসুস্থ সঙ্গীত শিল্পী তথা মিউজিক কম্পোজার জুবিন গর্গ। বুধবার সকালে ডিব্রুগড়ের হোটেলের বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি।
advertisement
2/6
*বর্তমানে ডিব্রুগড়ের সঞ্জীবনী হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন জুবিন। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে গুয়াহাটিতে আনা হবে। প্রয়োজনে চিকিৎসার জন্য তাঁকে বাইরে নিয়ে যাওয়া হতে পারে।
advertisement
3/6
*জুবিন গর্গের অসুস্থতা নিয়ে খোঁজ নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ডিব্রুগড়ের ডেপুটি কমিশনারকে চিকিৎসা ব্যবস্থায় সমস্ত রকমের সহায়তার নির্দেশ দিয়েছেন।
advertisement
4/6
*মুখ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী কেশব মোহান্তকে নির্দেশ দিয়েছেন তাঁর চিকিৎসার বিষয়ে নজর দেওয়ার।
advertisement
5/6
*জুবিনের অসুস্থতার খবর পেয়ে তাঁর এক ফ্যান লিখেছেন, "জুবিন গর্গের আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। ঈশ্বরের কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।'
advertisement
6/6
*জুবিন গর্গ অসমিয়া, বাংলা এবং বলিউডের বহু গান গেয়েছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। ১৯৯২ সালে অনামিকার সঙ্গে প্রথম গান গান। তারপর থেকে একাধিক অ্যালবামে গান গেয়েছেন তিনি। তাঁর মধ্যে বহু গান সুপারহিট।