Zubeen Garg Death Mystery: '' স্কুবা ডাইভিং-এ মৃত্যু নয়...ওকে জোর করে...'', জুবিনের মৃত্যু নিয়ে বিস্ফোরক স্ত্রী গরিমা, Exclusive সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
CNN-News18-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একাধিক প্রশ্ন তুললেন জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গর্গ, সামনে আনলেন কিছু অজানা তথ্য।
advertisement
1/9

সিঙ্গাপুরে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন তিনি। ২০ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠান করার কথা ছিল। তার ঠিক এক দিন আগেই মর্মান্তিক দুর্ঘটনা। স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জুবিনের। জুবিনের অকালমৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ-সহ অসম সঙ্গীতজগৎ। CNN-News18-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একাধিক প্রশ্ন তুললেন জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গর্গ, সামনে আনলেন কিছু অজানা তথ্য।
advertisement
2/9
মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। তখন তিনি সিঙ্গাপুরে। তড়িঘড়ি সিঙ্গাপুরের এক হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন জুবিন। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামেন রবিবার। প্রিয় গায়ককে শেষবারের মতো চোখের দেখা দেখতে গুয়াহাটির রাস্তায় ছিল মানুষের ঢল। চোখের জলে তাঁকে শেষ বিদায় জানান ভক্তরা।
advertisement
3/9
সিঙ্গাপুর পুলিশ ফোর্স (SPF) জানিয়েছে, ময়নাতদন্তের একটি কপি প্রকাশ করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, সাঁতার কাটার পর মৃত্যু হয় গায়কের। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জুবিনের মৃত্যুর ক্ষেত্রে কোনও অস্বাভাবিকতা বা অপরাধমূলক কার্যকলাপের সম্ভাবনাকে নাকচ করেছে।
advertisement
4/9
যদিও বিষয়টি এতটাও সহজ করে দেখছেন না স্ত্রী গরিমা। CNN-News18-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, বিগত কয়েকদিনের সফরে অত্যন্ত ক্লান্ত ছিলেন জুবিন, তাও তাঁকে কেন হঠাৎ করে পিকনিক ও সাঁতারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল? যখন তাঁর ম্যানেজার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তখন কেন তাঁর খেয়াল রাখা হল না?
advertisement
5/9
ইতিমধ্যেই জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হয়েছে। CNN-News18-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গরিমা জানান, '' জুবিনের মৃত্যুর আগের দিন ১৮ সেপ্টেম্বর রাতে জুবিনের সঙ্গে আমার শেষ কথা হয়। তখন ও কোনও পিকনিকের প্ল্যানের কথা জানায়নি। তাই এটা স্পষ্ট, জুবিন নিজেও পিকনিকের বিষয়ে কিছু জানত না।''
advertisement
6/9
গরিমা আরও জানান, '' সাধারণত জুবিন দিনের বেলায় ঘুমায়। তার মানে সেদিন ওকে জোর করে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। ও ওষুধ খাচ্ছিল। আমি জানি না, সেদিন আদৌ ওকে ওষুধ দেওয়া হয়েছিল কী না।'' গরিমার কথায়, '' আমি সিদ্ধার্থর কাছে জানতে চাই, কী হয়েছিল? ও বলে, জলেই নাকি জুবিনের প্রথম সিজার অ্যাটাক-টা হয়।''
advertisement
7/9
সিঙ্গাপুর পুলিশ ফোর্স (SPF) জানিয়েছে, ময়নাতদন্তের একটি কপি প্রকাশ করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, সাঁতার কাটার পর মৃত্যু হয় গায়কের। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জুবিনের মৃত্যুর ক্ষেত্রে কোনও অস্বাভাবিকতা বা অপরাধমূলক কার্যকলাপের সম্ভাবনাকে নাকচ করেছে।
advertisement
8/9
গরিমা বলেন, '' জুবিনের হার্টের কোনও সমস্যা ছিল না। যখন ওর সিজার অ্যাটাক হত, কয়েক মিনিটের মধ্যেই স্বাভাবিক হয়ে যেত। এই মৃত্যু স্কুবা ডাইভিং-এর জন্য নয়। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে। তদন্ত চলছে। আমরা সবাই জানতে চাই, ঠিক কী হয়েছিল। আমার আইনের প্রতি আস্থা আছে।''
advertisement
9/9
গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। সিঙ্গাপুরে হওয়া প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু কোথায় যেন হিসেব মিলছিল না, ধন্দ রয়ে যাচ্ছিল। তাই ফের ময়নাতদন্তের নির্দেশ দেয় অসম সরকার। তার পরেই তাঁর শেষকৃত্য হয়। মঙ্গলবার সকাল দশটায় সোনাপুরে কামারকুচিতে হয় শেষকৃত্য।