TRENDING:

Zayed Khan On Film Rejections: শাহরুখের পাশে তিনি মাতিয়ে ছিলেন পর্দা, কেন হারিয়ে গেলেন জায়েদ খান

Last Updated:
Zayed Khan On Film Rejections: তিনি তাঁর জীবনের একাধিকবার তিনি প্রত্যাখ্যান সহ্য করেছেন৷
advertisement
1/6
শাহরুখের পাশে তিনি মাতিয়ে ছিলেন পর্দা, কেন হারিয়ে গেলেন জায়েদ খান
২০০৪ সালে হঠাৎই একটি ছবিতে তোলপাড় ফেলে গিয়েছিলেন৷ ‘ম্যায় হু না’ ছবিতে জায়েদ খান তোলপাড় তুলেছিলেন যুবতীদের মনে৷ তাঁর চার্মিং উপস্থিতি তরঙ্গ তুলেছিল বলিউডে৷ কিন্তু তিনি শেষ পর্যন্ত কেন হারিয়ে গেলন৷
advertisement
2/6
কেন ম্যায় হু না-এর পরে একাধিক ছবি তিনি করলেও, ক্রমে তিনি হারিয়ে গেলেন৷ তাঁর কোনও ছবিই আর তরঙ্গ তৈরি করতে পারল না৷ সেই নিয়েই সম্প্রতি একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন জায়েদ খান৷
advertisement
3/6
এখন তাঁর বয়স ৪২ বছর৷ এই বয়সেই ফের সিনেমার পর্দায় ফিরেছেন তিনি৷ এ বার তাঁকে দেখা যাবে একটি নতুন ওটিটি সিরিজে৷ তাঁর বাবা সঞ্জয় খানের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি৷
advertisement
4/6
তিনি তাঁর জীবনের একাধিকবার তিনি প্রত্যাখ্যান সহ্য করেছেন৷ জীবনের সবচেয়ে কঠিন সময় কাটিয়েছেন তিনি৷ এমনকী নিজের প্রতি ক্রমে বিতৃষ্ণা জন্মে গিয়েছিল তাঁর৷ নিজেকে ‘বেগুন’ এর মতো দেখতে লাগত, এটাই তিনি বলেছেন৷
advertisement
5/6
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন প্রযোজকের দফতরে-দফতরে ঘুরে বেড়াতেন তিনি কাজের জন্য৷ কিন্তু কাজ তিনি পাননি৷ এমনকী লজ্জায় বন্ধুদেরও জানাতে পারেননি তাঁর এই অবস্থার কথা৷ তাঁর এক বন্ধু তাঁকে যখন দেখতে এসেছিলেন, তিনি জানিয়েছিলেন, তিনি অবাক হয়ে যাচ্ছেন এটা দেখে যে কেউ তাঁকে কোনও কাজের সন্ধান দিচ্ছে না৷
advertisement
6/6
এর পরেই শেষ ছ’বছর ধরে একটি স্ক্রিপ্ট লিখেছেন তাঁর বন্ধু ও অসীম৷ সেটিই সম্প্রতি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে৷ সেখানে বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁদের৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Zayed Khan On Film Rejections: শাহরুখের পাশে তিনি মাতিয়ে ছিলেন পর্দা, কেন হারিয়ে গেলেন জায়েদ খান
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল