Yuvaan Turns 2|| সুইজারল্যান্ডে ইউভানের জন্মদিন, ক্যামেরাবন্দি দিনভর সেলিব্রেশনের নানা মুহূর্ত, দেখুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Yuvaan Turns 2 years old: জন্মদিন স্পেশ্যাল করে রাখতে তাই ইউভানকে নিয়ে সুইজারল্যান্ড উড়ে গিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ সেখানেই দিনভর চলেছে রাজশ্রী পুত্রের জন্মদিনের সেলিব্রেশন।
advertisement
1/10

*দু'বছরে পা দিল ছোট্ট ইউভান। জন্মদিন স্পেশ্যাল করে রাখতে তাই ইউভানকে নিয়ে সুইজারল্যান্ড উড়ে গিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ সেখানেই দিনভর চলেছে রাজশ্রী পুত্রের জন্মদিনের সেলিব্রেশন। কীভাবে আজকের দিন কাটিয়েছেন তাঁরা! কী করলেন দিনভর! তা জানতে মুখিয়ে নেটদুনিয়া।
advertisement
2/10
*মা হওয়ার পর থেকে শুভশ্রী যে অনুষ্ঠানেই যান, সেখানেই বলেন, মাতৃত্ব তাঁকে পূর্ণতা দিয়েছে। আর আর সেই ছোট্ট ইউভান দু'বছর পূর্ণ করে তিনে পা দিল। স্বাভাবিকভাবেই দিনটা চক্রবর্তী পরিবারের কাছে অত্যন্ত স্পেশ্যাল। তাই অন্য কোনও দিন নয়, আজ শুভশ্রীর 'হ্যাপি ইউভান ডে'।
advertisement
3/10
*ছেলের জন্মের প্রথম দিন থেকেই তাঁকে নিয়ে ক্যামেরার সামনে আসেন নায়িকা। ফলে ইউভান সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি। খুদের কাণ্ড দেখার জন্য মুখিয়ে থাকেন নেটাগরিকরা। তাঁর মন ভোলানো হাসিতে মন ভাল হয়।
advertisement
4/10
*ইউভানের জন্মদিন সেলিব্রেট করতে যে রাজ-শুভশ্রী সুইজারল্যান্ড উড়ে গিয়েছেন তা দু'দি ধরেই বোঝা যাচ্ছিল। এয়ারপোর্ট থেকে সুইজারল্যান্ডের এদিক-ওদিকের ছবি স্থান পাচ্ছিল সোশ্যাল হ্যান্ডেলের স্টেটাসে। এরপর রবিবার ছেলের সঙ্গে শুভশ্রীর খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন রাজ। সেখানেই ছিল সুইজারল্যান্ড এবং জুরিখের উল্লেখ।
advertisement
5/10
*ছেলের ছোট্ট পায়ের ছবি দিয়ে জন্মদিনের ইউশ করেছেন রাজও। ক্যাপশনে লিখেছেন 'Two ❤️'
advertisement
6/10
*এয়ারপোর্টে অপেক্ষায় মা-ছেলে। ছবিটি ইনস্টাগ্রাম স্টেটাসে শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। শুভশ্রীর পরনে সাদা কো-অর্ড সেট, মুখে মাস্ক। ইউভান পরেছে ব্লু কলার দেওয়া টি-শার্টের সঙ্গে নীল ডেনিম।
advertisement
7/10
*ছেলের জন্মদিনে মায়ের সঙ্গে স্পেশ্যাল ছবি। সুইজারল্যান্ডের কোনও এক শহরে তোলা ছবিতে দু'জনকেই দেখা গিয়েছে নীল পোশাকে। ছেলেকে স্নেহের চুম্বনে ভরিয়ে দিয়েছে মা। এই ছবি দিনের শেষে মন ভাল করতে বাধ্য। ইউভান ডে'র এই ছবি শেয়ার করেছেন শুভশ্রী।
advertisement
8/10
*ইউভানের এয়ারপোর্ট লুক হার মানাবে তাবড় সেলিব্রিটিকে।
advertisement
9/10
*সুইজারল্যান্ডের রাস্তায় ছেলে ইউভানের সঙ্গে রাজের ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
10/10
*রঙ মিলিয়ে পরা পোশাক। ইউভান-শুভশ্রীর আদরমাখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।