Yuvaan| Raj-Subhashree|| কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে চলল ইউভান! কোন স্কুলে ভর্তি হল রাজ-শুভশ্রী পুত্র? ভাইরাল ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Yuvaan's First Day School, Viral Photo, Raj Chakraborty, Subhashree Ganguly: আজ ইউভান প্রথম স্কুলে যাওয়া শুরু করল। ছেলের স্কুলের যাওয়ার ঠিক আগের মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন শুভশ্রী।
advertisement
1/8

*'বিশ্বাসই হচ্ছে না ছেলে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল!' ইউভানের স্কুল শুরুর প্রথম দিনেই অভিব্যক্তি মা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। অবাক বাবা-দিদি, পিসিরাও। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/8
*আজ ইউভান প্রথম স্কুলে যাওয়া শুরু করল। ছেলের স্কুলের যাওয়ার ঠিক আগের মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন শুভশ্রী। মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/8
*ছবিতে দেখা যাচ্ছে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে চলেছে ইউভান! পরনে টি-শার্টের সঙ্গে ডেনিম হাফপ্যান্ট। পায়ে বাহারি জুতো। রাজের আদরের 'শিম্বা'র ব্যাগেও আঁকা শিম্বার ছবি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/8
*ছবি শেয়ার করার কয়েক সেকেন্ডের মধ্যেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। শুভশ্রী বন্ধু অভিনেত্রী ফালাক রশিদ লিখেছেন, "my baby…. Making us all proud . Blessings and love"। ইমন চক্রবর্তী লিখেছেন, "Ki kotto kore porashona kotte hoy go!!"। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা লিখেছেন, "awwle babah 😍all the very best baby"। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*কোন স্কুলে ভর্তি হল রাজ এবং শুভশ্রীর 'জান'? ছবি দেখে বোঝা যাচ্ছে, প্লে স্কুলে ভর্তি হয়েছে ইউভান। তবে স্কুলের নাম এখনও জানা যায়নি। ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, 'কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটা ঘটছে!" ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*ইউভান নেটিজেনদের মধ্যে খুবই জনপ্রিয়, তা আর এখন বলার অপেক্ষা রাখে না। শুভশ্রী বা রাজ ইউভানের ছবি শেয়ার করলে, তা ভাইরাল হতে সময় নেয় না। সেই ছোট্ট ইউভান স্কুলে যাচ্ছে, তাও আবার প্রথম দিন, সেই ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তা নিয়ে চর্চা হবে না! ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/8
*তবে ইউভান এখনও খুবই ছোট। সবে মাত্র ১৮ মাস হয়েছে তাঁর। কারণ সম্প্রতি তাঁর সুন্দর চুল কেটে দেওয়ার পরের ছবি শেয়ার করা হয়েছিল। তাই পড়াশুনার সবে শুরু। আপাতত প্লে স্কুলে কীভাবে সময় কাটাচ্ছে ইউভান, তা দেখার অপেক্ষায় থাকবেন নেটিজেনরা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*প্রসঙ্গত, সম্প্রতি ছেলে নিয়ে রাজস্থান ট্যুরে গিয়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ট্যুরের ছবি শেয়ার করেন তারকা দম্পতি। সেখানে তাঁদের আজমীর শরিফে পুজো দিতেও দেখা গিয়েছিল। রাজশ্রীর সঙ্গে ছিলেন তাঁদের বন্ধুরা। ছবি: ইনস্টাগ্রাম। ছবি: ইনস্টাগ্রাম।