Year Ender 2023: পরিবারে এসেছে ছোট্ট অতিথি! ২০২৩-এ বাবা-মা হলেন কোন তারকারা, দেখে নিন এবছরের তালিকা
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Year Ender 2023: মূলত রুপোলি পর্দায় যাঁরা প্রথম সারির অভিনেতা বা অভিনেত্রী তাঁদের সন্তানদের নিয়েই উৎসাহ থাকে তুঙ্গে। ২০২৩ সালে কারা জন্ম দিলেন সন্তানের দেখে নেওয়া যাক।
advertisement
1/9

হিসেব বলছে সারা ভারতে ২০২৩ সালে জন্ম হয়েছে ২৩০,৫৬,৭৩৭টি শিশুর। ২০১৯ সাল থেকে জন্মহার হ্রাস পাচ্ছে এদেশে। এই বছর ভারতের জন্মহার প্রতি হাজার জনে ১৬.৯৪৯। যা ২০২২ সালে তুলনায় ১.২৫ শতাংশ কম। ২০২২ সালের জন্মহার আবার ২০২১ সালের তুলনায় ১.২৩ শতাংশ কম ছিল।এত শিশুর মধ্যে এই বছর ভারতে জন্ম নিয়েছে বেশ কিছু সেলেব-সন্তান। মূলত রুপোলি পর্দায় যাঁরা প্রথম সারির অভিনেতা বা অভিনেত্রী তাঁদের সন্তানদের নিয়েই উৎসাহ থাকে তুঙ্গে। ২০২৩ সালে কারা জন্ম দিলেন সন্তানের দেখে নেওয়া যাক—
advertisement
2/9
ইলিয়ানা ডি’ক্রুজ: ২০২৩ সালের এপ্রিল মাসে নিজের আসন্ন মাতৃত্বের কথা ঘোষণা করে ভক্তদের চমকে দিয়েছিলেন ইলিয়ানা। অগস্ট মাসের প্রথম দিনেই তাঁর পুত্র সন্তানের জন্ম হয়।
advertisement
3/9
স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদ: চলতি বছরের ২৩ জানুয়ারি বিয়ে সারেন স্বরা-ফাহাদ। তারপরেই নিজের ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি দিয়ে আসন্ন মাতৃত্বের কথা ঘোষণা করেন। সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
advertisement
4/9
উপাসনা কামিনেনি-রামচরণ: তেলুগু সুপারস্টার রামচরণ বাবা হয়েছেন এই বছরই। তাঁর স্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বিয়ের দশ বছর পর তিনি মা হচ্ছেন।
advertisement
5/9
গ্যাব্রিয়েলা দিমেত্রিয়েস-অর্জুন রামপাল: ২০২৩ সালে এই দম্পতি দ্বিতীয়বার সন্তানের জন্ম দিয়েছেন। তাঁদের প্রথম সন্তানের জন্ম হয় ২০২১ সালে।
advertisement
6/9
ঈশিতা দত্ত-বৎসল শেঠ: দৃশ্যম ছবির তারকা ঈশিতা দত্ত তাঁর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ২০২৩ সালেই। ২০১৭ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বৎসল শেঠের সঙ্গে।
advertisement
7/9
শুভশ্রী-রাজ চক্রবর্তী: দ্বিতীয় বার মা হওয়ার খবর এই বছরেই জানিয়েছিলেন শুভশ্রী চক্রবর্তী। চলতি বছর নভেম্বরের শেষ এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী-রাজ। তাঁদের একটি পুত্র সন্তান আছে।
advertisement
8/9
মোহনা-জিৎ:গত অক্টোবরে বাংলা ছবির নায়ক জিতের ঘরে এসেছে দ্বিতীয় সন্তান। এগারো বছরের মেয়ের পাশে এবার থাকবে ছেলেও। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ছবি দিয়েছেন নায়ক, তবে পুত্রের মুখ ঢাকা ইমোজিতে।
advertisement
9/9
ঋদ্ধিমা ঘোষ-গৌরব চক্রবর্তী: চলতি বছরেই বাবা-মা হয়েছেন ঋদ্ধিমা-গৌরব। দ্বিতীয়বার ঠাকুর্দা হয়েছেন ফেলুদা সব্যসাচী চক্রবর্তী। গত অগাস্টে ঋদ্ধিমা জন্ম দিয়েছেন তাঁর প্রথম সন্তান ধীরের।