TRENDING:

Year Ender 2023: ২০২৩-এর কোন কোন বাংলা ছবি সাফল্যের মুখ দেখল? বছরের শেষে রইল সেরাদের তালিকা

Last Updated:
Year Ender 2023: ২০২৩ সালে অনেক কম বাংলা ছবি রিলিজ করেছে বলে ইতিমধ্যেই কথা শুরু হয়েছে। তবে যে কয়েকটি বাংলা ছবি এই বছর মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে, তারা কেমন ফল করল বক্স অফিসে দেখে নেওয়া যাক তার তালিকা।
advertisement
1/10
২০২৩-এর কোন কোন বাংলা ছবি সাফল্যের মুখ দেখল? বছরের শেষে রইল সেরাদের তালিকা
বাংলা ছবি নাকি আর আগের মতো ভাল হচ্ছে না। এমন কথা প্রায়ই শোনা যায়। শুধু তাই নয়। অভিযোগ বাংলার হলগুলিতে চলতেই দেওয়া হয় না বাংলা ছবি। বলিউডের কোনও ছবি এলেই হল থেকে সরিয়ে দেওয়া সমস্ত বাংলা সিনেমা। আজকাল অবশ্য বেশিরভাগ মানুষই ওটিটি প্লাটফর্মে ছবি দেখতে পছন্দ করেন।
advertisement
2/10
২০২৩ সালে অনেক কম বাংলা ছবি রিলিজ করেছে বলে ইতিমধ্যেই কথা শুরু হয়েছে। তবে যে কয়েকটি বাংলা ছবি এই বছর মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে, তারা কেমন ফল করল বক্স অফিসে দেখে নেওয়া যাক তার তালিকা—
advertisement
3/10
রক্তবীজ:১৯ অক্টোবর দুর্গাপুজোর ঠিক আগে মুক্তি পায় নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রক্তবীজ। দীর্ঘদিন পরে রুপোলি পর্দায় দেখা মেলে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। ২০১৪ সালের খাগড়া কাণ্ড নিয়ে এই ছবি। বক্স অফিসে রোজগার ৬.৫০ কোটি টাকা।
advertisement
4/10
বগলামামা যুগ যুগ জিও—ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই মজার ছবির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, ঋদ্ধি সেন এবং দিতিপ্রিয়া রায়।
advertisement
5/10
বাঘাযতীন—অরুণ রায় পরিচালিত এই ঐতিহাসিক কাহিনী নির্ভর বায়োপিক মুক্তি পায় ১৯ অক্টোবর। এটি দ্বিভাষিক ছবি। হিন্দি ছবিটি মুক্তি পায় পরের দিন। দেব অভিনীত ছবিটির বক্স অফিস সংগ্রহ ৮ কোটি টাকা।
advertisement
6/10
দশম অবতার—১৯ অক্টোবর দুর্গাপুজোর আগে মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায়ের ছবি দশম অবতার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনিবাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান অভিনীত এই ছবির বাজেট ছিল ১.৫ কোটি টাকা। বক্স অফিসে এটি ৬ কোটি টাকা রোজগার করেছে বলে দাবি।
advertisement
7/10
জঙ্গলে মিতিন মাসি—২০ অক্টোবর পুজোয় মুক্তি পায় অরিন্দম শীলের এই ছবি। সুচিত্র ভট্টাচার্যের গোয়েন্দা কাহিনী নির্ভর এই ছবির মূখ্য চরিত্রে ছিলেন কোয়েল মল্লিক।
advertisement
8/10
পালান—মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর খারিজ ছবিটির সঙ্গে সুর মিলিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করেন পালান। অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদারের চরিত্র একই রেখে পাশে নিয়ে আসা হয় যিশু সেনগুপ্ত এবং পাওলি দামকে।
advertisement
9/10
এছাড়াও এই বছর মুক্তি পেয়েছে ব্যোমকেশ ও দুর্গরহস্য। বীরসা দাশগুপ্তর পরিচালনায় এছবিতে প্রথমবার ব্যোমকেশ হয়েছেন দেব, রুক্মিণী সত্যবতী।
advertisement
10/10
জুন মাসে মুক্তি পায় সোলাঙ্কি, বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত অরিত্র সেন পরিচালিত ছবি শহরের উষ্ণতম দিনে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Year Ender 2023: ২০২৩-এর কোন কোন বাংলা ছবি সাফল্যের মুখ দেখল? বছরের শেষে রইল সেরাদের তালিকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল