#Yearender2018 : সানাইয়ের সুরে মালাবদল, এ বছর চিরবন্ধনে বাঁধা পড়লেন এই তারকারা
Last Updated:
advertisement
1/17

♦ এ বছর বহু তারকা বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ৷ বলা যেতে পারে এই বছরে বহু বিগফ্যাট ওয়েডিংয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ ৷ আসুন বছর শেষে সেই সমস্ত বিয়ের ছবিগুলি একবার দেখে নিই আমরা-
advertisement
2/17
♦ ইতালির লেক কোমো’র ভিলা ডেল বানবিয়েনএলোতে স্বপ্নের বিয়ে সারেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ কোঙ্কনি ও সিন্ধি দু’দিন দুই মতে বিয়ে করেন এই সেলেব দম্পতি ৷
advertisement
3/17
♦ বিখ্যাত হলিউড পপ সিঙ্গার নিক জোনাস রাজস্থানের উমেদ ভবনে গাঁটছড়া বাঁধেন দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া ৷ তিনিও খ্রিস্টান ও পঞ্জাবি মতে বিয়ে করেন ৷
advertisement
4/17
♦ বহুদিন ধরে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন সোনম কাপুর ৷ তবে গত ৮ মে মুম্বইয়ে চার হাত এক হয় সোনম ও আনন্দের ৷
advertisement
5/17
♦ গত ১০ মে একটি গুরুদ্বারে প্রচন্ড সাদামাটাভাবে অঙ্গদ বেদীর সঙ্গে বিয়ে সারেন নেহা ধুপিয়া ৷
advertisement
6/17
♦ গত ১২ ডিসেম্বর অত্যন্ত সাটামাটাভাবে গিন্নি ছত্রাতের সঙ্গে বিয়ে সারেন ‘কমেডি কিং’ কপিল শর্মা ৷
advertisement
7/17
♦ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ তাঁর বহুদিনের বন্ধু রোহিত মিত্তলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গত ১৩ ডিসেম্বর ৷
advertisement
8/17
♦ দীর্ঘদিনের গার্লফ্রেন্ড নাটালি ডি লুসিওকে বিয়ে করেন রঘু রাম ৷
advertisement
9/17
♦ গত ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে টেলি তারকা হর্ষ নাগর প্রাক্তন মিস ইন্ডিয়া তানভি ব্যসকে বিয়ে করেন ৷
advertisement
10/17
♦ ফিল্মমেকার দীনেশ বিজন গত ১৩ ডিসেম্বর দুবাই বেসড এস্টেট এজেন্ট প্রমিলা তনওয়ারের সঙ্গে বিয়ে করেন ৷
advertisement
11/17
♦ মুম্বইয়ে এলাহিভাব বিয়ে সারেন টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ প্রিন্স নারুলা এবং যুবিকা চৌধুরি ৷
advertisement
12/17
♦ সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া তাঁর দীর্ঘদিনের বান্ধবী সনিয়া কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গত ১১ মে’তে ৷
advertisement
13/17
♦ মালাবার হিলে কাজাখস্তানের মডেল নাতালিয়া ইলিনাকে বিয়ে করেন রাহুল মহাজন ৷
advertisement
14/17
♦ মডেল ও অভিনেতা মিলিন্দ সোনম এবং তাঁর বান্ধবী অঙ্কিতা কোনওয়ারকে এই বছরের এপ্রিল মাসে বিয়ে করেন ৷
advertisement
15/17
♦ গত ১২ ডিসেম্বর চুপি চপি চিরাগ ঠক্করের সঙ্গে বিয়ে সেরে ফেলেন টেলিভিশন অভিনেত্রী পারুল চৌহান ৷
advertisement
16/17
♦ গত ১৪ ডিসেম্বর পারুপল্লী কাশ্যপের সঙ্গে চার হাত এক হয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ৷
advertisement
17/17
♦ দীর্ঘদিন সম্পর্কে থাকার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে চার হাত এক হয় টলিকুইন শুভশ্রী বন্দ্যোপাধ্যায়ের ৷ দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে এক জমকালো আয়োজন করে বিয়ে হয় ৷