TRENDING:

Bojhena Se Bojhena: আবার ফিরছে যশ-মধুমিতা, পাখি-অরণ্য রূপে! কখন সম্প্রচারিত হবে 'বোঝে না সে বোঝা না'

Last Updated:
অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান। 'বোঝে না সে বোঝা না' ভক্তদের জন্য সুখবর। আবার বাংলার দর্শক ভাসবে অরণ্য-পাখির প্রেমের বন্যায়। ২০১৩-র পর পর্দায় ফিরছেন যশ দাশগুপ্ত ও মধুমিতা  সরকারের জুটি, তাও সেই পুরনো রূপে।
advertisement
1/6
আবার ফিরছে যশ-মধুমিতা, পাখি-অরণ্য রূপে! কখন সম্প্রচারিত হবে 'বোঝে না সে বোঝা না'
অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান। 'বোঝে না সে বোঝা না' ভক্তদের জন্য সুখবর। আবার বাংলার দর্শক ভাসবে অরণ্য-পাখির প্রেমের বন্যায়। ২০১৩-র পর পর্দায় ফিরছেন যশ দাশগুপ্ত ও মধুমিতা  সরকারের জুটি, তাও সেই পুরনো রূপে।
advertisement
2/6
২০১৩ সালে পথ চলা শুরু হয়েছিল অরণ্য-পাখির। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক 'ইস পেয়ার কো কেয়া নাম দু' রিকেম হিসেবে স্টার জলসার পর্দায় আসে 'বোঝে না সে বোঝে না'।
advertisement
3/6
আর শুরু থেকেই রাগী অরণ্য ও চঞ্চল পাখির রসায়ন সবার মন জয় করে নেয়। অরণ্যর রাগ, গম্ভীর মেজাজ, রাশ ভারী ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিল অগনতি বঙ্গ ললনা। এক কথায় অরণ্য ওরফে যশ হয়েছিল বাংলার হার্ট থ্রব।
advertisement
4/6
অন্যদিকে, অরণ্যের একদম বিপরীত চঞ্চল, প্রানবন্ত পাখি ওরফে মধুমিতা হয়ে উঠেছিল বাংলার ঘরের মেয়ে। তাদের রসায়ন বাংলা মেগার ইতিহাসে মাইল ফলক হয়ে থেকে গিয়েছে।
advertisement
5/6
শুরু যতদিন তাদের টিভি পর্দায় তাদের যতদিন দেখা গিয়েছে ততদিনই কেবল অরণ্য-পাখির ম্যাজিক ছিল না। মেগা শেষে এত বছর পরও মাঝে মাঝে স্যোশাল মিডিয়ায় ভেসে আসে 'বোঝে না সে বোঝে না'র নানা ভিডিও ক্লিপ, অরণ্য-পাখিকে নিয়ে বানানো নানা রিল। ফলে এই সব থেকে বোঝাই যায় এই মেগার প্রতি অনুরাগীদের ভালবাসা এখন অটুট।
advertisement
6/6
আর সবার ভালবাসায় আবার ফিরছে অরণ্য-পাখি। আবারও স্টার জলসার পর্দায় সোম থেকে রবি, সপ্তাহে সাত দিনই দেখা যাবে তাদের। ৩ জুলাই থেকে প্রতিদিন ১ ঘণ্টা করে রাত ১১ টা থেকে দেখা যাবে 'বোঝে না সে বোঝে না'।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bojhena Se Bojhena: আবার ফিরছে যশ-মধুমিতা, পাখি-অরণ্য রূপে! কখন সম্প্রচারিত হবে 'বোঝে না সে বোঝা না'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল