Bollywood Actress: ইচ্ছে ছিল IAS হবেন, কিন্তু ভাগ্যের ফেরে হয়ে গেলেন বলিউড অভিনেত্রী, চেনেন এই ছোট্ট মেয়েটিকে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
yami gautam aspired to join IAS: স্কুলের পড়াশোনা শেষ করে ভারতীয় প্রশাসনিক পরিষেবায় (আইএএস) যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু ২০ বছর বয়স হঠাৎই সিদ্ধান্ত বদল। ঠিক করেন, বাবারই পদাঙ্ক অনুসরণ করবেন তিনি। অভিনয়েই তাঁর কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন।
advertisement
1/5

yami gautam aspired to join IAS: হিমাচল প্রদেশের বিলাসপুরে জন্ম। বড় হয়ে ওঠা চণ্ডীগড়ে। বাবা মুকেশ ছিলেন পাঞ্জাবি চলচ্চিত্র পরিচালক। কিন্তু, তা সত্ত্বেও লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় পা রাখার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। পড়াশোনায় ছোট থেকেই ভাল ছিলেন। ইচ্ছে ছিল IAS হবেন। স্কুলের পড়াশোনা শেষ করে স্নাতকস্তরে আইন নিয়ে কলেজে ভর্তি হন।
advertisement
2/5
স্কুলের পড়াশোনা শেষ করে ভারতীয় প্রশাসনিক পরিষেবায় (আইএএস) যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু ২০ বছর বয়স হঠাৎই সিদ্ধান্ত বদল। ঠিক করেন, বাবারই পদাঙ্ক অনুসরণ করবেন তিনি। অভিনয়েই তাঁর কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন।
advertisement
3/5
আইন নিয়ে পড়াশোনা করার প্রথম বছরেই কলেজ ছেড়ে দেন। ঠিক করেন অভিনয়েই মন দেবেন। তবে অভিনয় জগতে কিছুটা স্থিত হওয়ার পরে ঠিক করেন ডিস্টেন্সে হলেও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবেন। (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম @yamigautam)
advertisement
4/5
টিভি সিরিয়াল 'চাঁদ কে পার চলো সে' দিয়ে ক্যারিয়ার শুরু। ২০১২ সালে 'ভিকি ডোনার' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ। এরপর বহু ছবিতে কাজ করে পরিচিতি তৈরি করেন। তার মধ্যে কয়েকটি হল- কাবিল, অ্যাকশন জ্যাকসন, সানাম রে, বালা, বৃহস্পতিবার এবং দশমী। ২০২১ সালে চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধরকে বিয়ে করেন। কাবিল সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছিলেন, উড়ি: সার্জিকাল স্ট্রাইকেও।
advertisement
5/5
কদিন আগেই বিনা অনুমতিতে আলিয়া ভাটের ছবি তোলা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। অনুমতি না নিয়ে ছবি বা ভিডিও তোলা নিয়ে সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন এই অভিনেত্রী ইয়ামি গৌতম।