Wrong Milanti Premiere: হাসি-মজায় ভরা 'Wরং মিলান্তি'-র জমজমাট প্রিমিয়ার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সিরিজের গল্পে রয়েছে সূর্য আর শাওন নামে দুই বন্ধুর কথা। এলিজিবল ব্যাচেলর সূর্যর এখনও পর্যন্ত ভেঙেছে ৬৭টা বিয়ের সম্বন্ধ! ওরই প্রাণের বন্ধু শাওনের উৎপাতে।
advertisement
1/8

সম্প্রতি হয়ে গেল 'Wরং মিলান্তি' সিরিজের জমজমাট প্রিমিয়ার ৷
advertisement
2/8
সিরিজের গল্পে রয়েছে সূর্য আর শাওন নামে দুই বন্ধুর কথা। এলিজিবল ব্যাচেলর সূর্যর এখনও পর্যন্ত ভেঙেছে ৬৭টা বিয়ের সম্বন্ধ! ওরই প্রাণের বন্ধু শাওনের উৎপাতে। শাওন বন্ধু হারানোর ভয়ে সূর্যকে বিয়ে করতে দেবে না, নিজেও বিয়ের পিঁড়িতে বসবে না ঠিক করেছে।
advertisement
3/8
এই অবস্থার মধ্যে শিলিগুড়িতে হাজির হয় হিয়া। কর্নেল সেনগুপ্ত মেয়েকে কলকাতা থেকে নিয়ে আসেন নিজের শহরে। মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে থাকেন। হিয়া আর সূর্যর দেখা হয়, দেখা হয় হিয়া আর শাওনেরও। শাওনের সব শর্তে রাজিও হয়ে যায় হিয়া। আর শাওন একটু একটু করে হিয়ার প্রেমে পড়ে যায়।
advertisement
4/8
সূর্যর কি তাহলে এবারও বিয়ে হবে না? না কি বন্ধুত্ব ভাঙবে? বাঙালির পর্দা থেকে যে ছিমছাম পারিবারিক কাহিনি প্রায় উধাও হতে বসেছে, তারই নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে Wরং মিলান্তি।
advertisement
5/8
এই সিরিজের কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে শুভাঞ্জন বসু। অভিনয় করতে দেখা যাবে সন্দীপ ভট্টাচার্য, সবুজ বর্ধন, দুর্বার শর্মা, পিয়া দেবনাথ, দিশা ভট্টাচার্য, উজ্জয়িনী দেবকে।
advertisement
6/8
পরিচালক নিজে উত্তরবঙ্গের ছেলে, গল্পকেও তিনি সাজিয়েছেন সেখানকারই পরিবেশে, সেখানকার পাত্র-পাত্রীদের মতো করে। ফলে, তা একটা অন্য স্বাদ পরিবেশন করতে চলেছে ৷
advertisement
7/8
ব্যোমকেশ সিরিজের পিঁজরাপোলে আমরা সম্প্রতি দুর্বারকে দেখেছি নেতিবাচক ভূমিকায়। অন্য দিকে, সবুজ নজর কেড়েছেন হোমস্টে মার্ডারের এক গুরুত্বপূর্ণ চরিত্রে।
advertisement
8/8
অপরাধের রহস্য থেকে হৃদয়ের এই রহস্যভেদে কী করবে সূর্য আর শাওন? উত্তর রয়েছে KLIKK OTT-র পর্দায়।