TRENDING:

Writwik-Shritama Break Up: ‘যার শুরুই নেই...’ শ্রীতমার সঙ্গে বিচ্ছেদ-গুঞ্জনে বিস্ফোরক ঋত্বিক! ইনস্টায় আনফলো, উধাও ছবি

Last Updated:
Writwik-Shritama Break Up: ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কোনওদিন মুখ খোলেননি ঋত্বিক। এবারও সহকর্মীর সঙ্গে বিশেষ বন্ধুত্ব, নতুন সম্পর্ক অথবা তার পরের বিচ্ছেদ, তাঁর জীবন নিয়ে চর্চার শেষ নেই।
advertisement
1/10
ঋত্বিক-শ্রীতমার বিচ্ছেদ? ‘যার শুরুই নেই...’ ইনস্টায় আনফলো করার কারণ জানালেন নায়ক
পুজোর আগে আরও একটি সম্পর্কে ইতি। আরও একটি ভাঙন। এমনই ইঙ্গিত দিল সোশ্যাল মিডিয়া। এবার ভাঙনের শিকার হলেন ঋত্বিক মুখোপাধ্যায় এবং শ্রীতমা মিত্র। জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিকের দুই শিল্পী।
advertisement
2/10
সেটেই আলাপ। তার পরে বন্ধুত্ব। টেলিপাড়ার গুঞ্জন, ধীরে ধীরে সেই বন্ধুত্ব নাকি বিশেষ রূপ নিয়েছিল। একসঙ্গে সময় কাটানো, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা, ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিয়ে ছবি দেওয়া।
advertisement
3/10
কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে, সেই দুই বন্ধুর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তাঁরা। ঋত্বিক নিজের প্রোফাইলে থাকা শ্রীতমার সমস্ত ছবি মুছে ফেলেছেন। তবে শ্রীতমার প্রোফাইলে এখনও সেই বন্ধুত্বের কিছুটা রেশ রয়ে গিয়েছে।
advertisement
4/10
তাঁর প্রোফাইল থেকে সমস্ত ছবি এখনও উধাও হয়ে যায়নি। বন্ধুত্বের চিহ্ন রয়ে গিয়েছে। কিন্তু কেন দুই সহকর্মী একে অপরকে আনফলো করলেন ইনস্টাগ্রামে? কেন শেষ হল সেই সম্পর্ক? উত্তর খুঁজতে যোগাযোগ করা হল পর্দার সোমরাজ ওরফে ঋত্বিকের সঙ্গে।
advertisement
5/10
‘মন দিতে চাই’ ধারাবাহিকের নায়ক বললেন, ‘‘যার কোনও শুরুই ছিল না, তার আবার শেষ কোথায়? আমি আর শ্রীতমা খুব ভাল বন্ধু হয়ে উঠেছিলাম, এখনও আছি। এবং সেই বন্ধুত্বকেই নানা ধরনের নাম দিতে শুরু করেছিল অনেকে।’’
advertisement
6/10
‘‘আমরা দু’জন কিন্তু সেই সম্পর্কের কোনও বিশেষ নাম দিইনি কখনওই। তাই অনেকের মনে হচ্ছে, কিছু একটা শেষ হল। তবে হ্যাঁ, সেই সমস্ত কথাবার্তাকে আর নিজের জীবনে জায়গা দেব না বলেই ছবিগুলো উড়িয়ে দিয়েছি। ঘটনার সূত্রপাত যেখান থেকে, সেখানেই শেষ করাটা দরকার বলে মনে হয়েছিল।’’
advertisement
7/10
এই সিদ্ধান্ত যে দু’জনেরই, তা জানালেন ঋত্বিক। কিন্তু ছবি ডিলিট করার পাশাপাশি একে অপরকে আনফলো করার কারণ কী? যদি বন্ধুত্বে ভাঙন না ধরে, তাহলে এই পদক্ষেপ কেন?
advertisement
8/10
নায়কের উত্তর, ‘‘ফলো করে রাখলে বেশি সমস্যা হচ্ছিল। তাই আনফলো করলাম। আমাদের তো অনেককে নিয়ে চলতে হয়। আমাদেরও পরিবার রয়েছে, তাদেরকেও নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ব্যক্তিজীবন, সমাজ, সবার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।’’
advertisement
9/10
ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কোনওদিন মুখ খোলেননি ঋত্বিক। এবারও সহকর্মীর সঙ্গে বিশেষ বন্ধুত্ব, নতুন সম্পর্ক অথবা তার পরের বিচ্ছেদ, তাঁর জীবন নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু ব্যক্তিগত বিষয়ে মুখে কুলুপ আঁটতেই পছন্দ করেন।
advertisement
10/10
তাঁর কথায়, ‘‘আমাকে নিয়ে অনেক ধারণা তৈরি হয়েছে জানি। সেগুলি সত্য না মিথ্যা, সেসব নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। তখন আমি যা করেছি, তার ভিত্তিতে ধারণা তৈরি হয়েছে। এখন আমি যা করছি, তা নিয়ে আবার ধারণাটা পাল্টে যাবে।’’ তবে এত চর্চার মধ্যেও ঋত্বিক জানালেন, তিনি সদা সিঙ্গল। তাঁর জীবনে তথাকথিত প্রেম অথবা প্রেমিকা নেই বলেই দাবি টেলি নায়কের।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Writwik-Shritama Break Up: ‘যার শুরুই নেই...’ শ্রীতমার সঙ্গে বিচ্ছেদ-গুঞ্জনে বিস্ফোরক ঋত্বিক! ইনস্টায় আনফলো, উধাও ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল