TRENDING:

Saregamapa Singer: দার্জিলিং-সফরের পরই শেষ! সব প্রস্তুতি সারার পর বিয়ে ভাঙার অভিযোগ ‘সারেগামাপা’র গায়কের বিরুদ্ধে

Last Updated:
Saregamapa Singer: রিয়্যালিটি শো খ্যাত গায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। শ্রেয়সী চট্টোপাধ্যায় নামে এক উঠতি গায়িকা ফেসবুকে পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন কলকাতার সঙ্গীত জগতে।
advertisement
1/9
দার্জিলিং-সফরের পরই ইতি, শেষমুহূর্তে বিয়ে ভাঙার অভিযোগ জনপ্রিয় গায়কের বিরুদ্ধে
‘সারেগামাপা’ খ্যাত গায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। শ্রেয়সী চট্টোপাধ্যায় নামে এক উঠতি গায়িকা ফেসবুকে পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন কলকাতার সঙ্গীত জগতে। ‘ব্যবহার’ করে বিয়ে ভেঙে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ গায়িকার।
advertisement
2/9
এদিকে ২০২১ সালে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ে হয়েছিল সেই গায়কের। সে বিয়ে ভেঙে গিয়েছে। তারপর বিগত বেশ কয়েক মাস ধরেই শ্রেয়সীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেই প্রেমিকার দাবি, বিয়ের আগে বিয়ে ভেঙে দিয়েছেন গায়ক।
advertisement
3/9
গায়িকার পোস্টে লেখা, ‘বিগত অনেক মাস ধরে অনেকেই জানেন আমি গায়কের সঙ্গে সম্পর্কে ছিলাম। আসলে গত পরশু অবধি আমরা সম্পর্কে ছিলাম। ২০২৫ সালের ২৪ জানুয়ারি আমাদের বিয়ে হওয়ার কথাও ছিল। সেই মতো আমার পরিবারের ব্যাঙ্কোয়েট, ফোটোগ্রাফি টিম বুকিং, সোনা গয়না বানানো সব কিছুই হয়ে যায় প্রায়।’
advertisement
4/9
চলতি বছর সেপ্টেম্বরে নাকি বাগদান হবে ঠিক হয়েছিল। তারপরেই তাঁরা দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। গায়িকার মা রাজি না হলে গায়ক তাঁকে রাজি করিয়ে নেন। কিন্তু এই সফরেই সম্পর্ক শেষের ইঙ্গিত ছিল বলে জানান গায়িকা।
advertisement
5/9
গায়িকা লিখলেন, ‘আমি বুঝতেই পারিনি যে এই বেড়ানোটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ফিরে এসে ওর মনে হয় আমি ওর জন্য আদর্শ নই, আমরা একসঙ্গে ভবিষ্যতে ভাল থাকতে পারব না। আমরা আগেও ঘুরতে গিয়েছি, কিন্তু তখন ওর কিছুই মনে হয়নি।’
advertisement
6/9
‘যাই হোক, ও নিজে থেকেই কাল রাতে (২৮ জানুয়ারি) সিদ্ধান্ত নিয়ে আমায় জানিয়ে দেয় যে ও আমায় বিয়ে করতে চায় না, ও আমার সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে চায় না। আমার বাবা মারা গিয়েছেন অনেক বছর হয়ে গেল। এমন অবস্থায় একা মা, মেয়ে কী করব কিছুই বুঝে উঠতে পারছি না এখনও।’
advertisement
7/9
‘কাল রাত থেকে মা, আমার দু’জনেরই রীতিমতো শরীর খারাপ করে যায় এইসব হওয়ার পর। আজ আমার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, অফিস সবাই জানে আমাদের কথা। এমন অবস্থায় কী করবো সত্যি বুঝে উঠতে পারছি না। বিয়ের প্রত্যেক জিনিস বুকিং করার আগে ওকে আমি জানিয়ে ছিলাম এবং ও মতও দিয়েছিল।’
advertisement
8/9
‘আমি বুঝতেই পারিনি যে এই বেড়ানোটা ওর কাছে একটা ট্রায়াল ছিল। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি। এরপর কাউকে আর হয়তো জীবনে কোনও দিনও বিশ্বাস করতে পারব না। কীভাবে ডিল করব এইসব কিছুর সঙ্গে, বুঝে উঠতে পারছি না। ভয় পাচ্ছি, সত্যি ভয় হচ্ছে এবার।’
advertisement
9/9
এর আগে পোস্টে আর কিছু লেখা ছিল, যা গায়িকা সরিয়ে দিয়েছেন, তার ছবি রয়েছে উপরে। যেখানে গায়কের বিরুদ্ধে শ্রেয়সী অভিযোগে লিখেছিলেন, ‘ঘুরতে গিয়ে সে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে…. তখন ওর মনে হয়নি ও আমার সঙ্গে থাকতে পারবে না।’ যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Saregamapa Singer: দার্জিলিং-সফরের পরই শেষ! সব প্রস্তুতি সারার পর বিয়ে ভাঙার অভিযোগ ‘সারেগামাপা’র গায়কের বিরুদ্ধে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল