মিথিলা কি এবার বড় পর্দায়? পরিচালকই বা কে? ফাঁস হল তথ্য
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
টলিউডে যদি মিথিলা ছবি করেন, তবে তা নিশ্চয় হবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। কিন্তু টলিপাড়ায় ঘুরছে অন্য খবর।
advertisement
1/5

মিথিলা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী। এর আগে তাঁকে বিক্রমের সঙ্গে ছোট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও বাংলাদেশে অ্যাঙ্কারিং থেকে অভিনয় সবেতেই মিথিলা এগিয়ে আছেন অনেকটা। photo source collected
advertisement
2/5
তবে টলিউডে যদি মিথিলা ছবি করেন, তবে তা নিশ্চয় হবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। কিন্তু টলিপাড়ায় ঘুরছে অন্য খবর। photo source collected
advertisement
3/5
মিথিলা নাকি অভিনয় করতে চলেছেন পরিচালক রাজর্ষি দের ছবিতে। photo source collected
advertisement
4/5
সত্যিটা কি? শেক্সপিয়রের 'ম্যাকবেথ'-এ করবেন পরিচালক সেখানেই দেখা যাবে মিথিলাকে। এমনটাই টলিপাড়ার খবর। photo source collectedphoto source collected
advertisement
5/5
তবে পরিচালক জানিয়েছেন, সবটাই গুজব। এমন কোনও খবর তাঁর জানা নেই। মিথিলাকে নিয়ে ছবি করছেন না তিনি!