Kangana Ranaut: বলিউডকে পুরোপুরি বিদায়? ভোটে জিতে অভিনয় থেকে সরে যাবেন কঙ্গনা রানাওয়াত? উস্কে দিল পুরনো কথা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Will Kangana Ranaut Quit Bollywood? খুবই একরোখা স্বভাবের কঙ্গনা৷ তিনি যা ভাবেন তাই করেন৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি নিজের পরিচয় তৈরি করেন, শুধুমাত্র নিজের কাজের মাধ্যমে৷ তিনি খুবই জনপ্রিয় নায়িকা৷
advertisement
1/10

লোকসভা নির্বাচনে জিতলেন কঙ্গনা রানাওয়াত৷ মান্ডি লোকসভা কেন্দ্র থেকে ৭৪০০০ ভোটে জেতেন বলিউড নায়িকা৷ বিজেপির হয়ে তিনি ভোটে দাঁড়ান এবং প্রথমবারেই জিতে যান তিনি৷ খুবই স্বাভাবিক কঙ্গনার ভক্তরা খুবই উচ্ছ্বসিত৷
advertisement
2/10
তিনি বরাবরই লড়াকু৷ লড়াই করে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন৷ বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন বলিউডে নায়িকা হবেন বলে৷ তিনি অভিনেত্রী হতে চেয়েছিলেন, সমর্থন করেননি বাড়ি কেউ৷ ফলে এমন সিদ্ধান্ত নেন কঙ্গনা৷
advertisement
3/10
খুবই একরোখা মনের কঙ্গনা৷ তিনি যা ভাবেন তাই করেন৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি নিজের পরিচয় তৈরি করেন, শুধুমাত্র নিজের কাজের মাধ্যমে৷ তিনি খুবই জনপ্রিয় নায়িকা৷
advertisement
4/10
এবার তিনি রাজনীতিতে৷ তাহলে কী এবার শুধুমাত্র পলিটিক্সেই মন দেবেন অভিনেত্রী? বলিউডকে বিদায় জানাবেন? সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কঙ্গনার পুরনো এক সাক্ষাৎকার এই বিষয়টি আরও উষ্কে দিয়েছে৷
advertisement
5/10
এরই মধ্যে কঙ্গনার সঙ্গে ঘটে গেল এক ভয়ানক ঘটনা৷ রাজনীতিতে পা দিতে না দিতেই প্রতিবাদের মুখে পড়লেন তিনি৷ তাঁকে থাপ্পড় মারলেন এক সিআইএসফ-এর এক মহিলা জওয়ান৷
advertisement
6/10
ঘটনা চণ্ডীগড় বিমানবন্দরের৷ দিল্লিগামী বিমান ধরার জন্য বিমানবন্দরে ছিলেন নায়িকা৷ বিজেপির মিটিং-এ যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে থাপ্পর মারেন মহিলা জওয়ান৷
advertisement
7/10
কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা যে বয়ান দিয়েছিলেন তা শুনে ক্ষিপ্ত এই জওয়ান এই ঘটনা ঘটায় বলে জানা গিয়েছে৷ পরেওই মহিলা সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়৷
advertisement
8/10
এসবের মধ্যেই আবার কঙ্গনার এক পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে৷ সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে তিনি যেই কাজ করেন, তাতেই তিনি ১০০শতাংশ মন দেন৷ অভিনয় যখন করেন তখন তিনি তাতে মন দিয়েছেন৷
advertisement
9/10
রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি বলেন যে, যদি তাঁকে সাধারণ মানুষ জিতিয়ে আনেন, তাহলে তিনি তাঁদের সেবায় নিযুক্ত হবেন এবং অন্য কোনও কাজ করবেন না৷
advertisement
10/10
সম্প্রতি কঙ্গনার বলিউড কেরিয়ারে ধস নেমেছে৷ ইদানিং কালে তাঁর কোনও ছবিই হিট হয়নি এই জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকার৷ ফলে এখন তিনি কীভাবে নিজের কর্মজীবন সাজান, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা৷