Sonakshi Sinha-Reena Roy: বাবার প্রাক্তনের সঙ্গে এত মুখের মিল! রিনা রায় প্রসঙ্গে মুখ খুললেন শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Sonakshi Sinha-Reena Roy Relationships: অভিনয়ের পাশাপাশি সোনাক্ষীর সৌন্দর্য নিয়েও বেশ চর্চা হয় ভক্তমহলে। অনেক সময় চেহারার জন্য ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে যেটা নিয়ে সব থেকে বেশি চর্চা হয়, সেটা হল - তাঁর সঙ্গে প্রবীণ অভিনেত্রী রিনা রায়ের মুখের মিল।
advertisement
1/6

প্রায় তেরো বছর আগে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। স্টার-কিড হলেও নিজের দক্ষতায় সিনে-দুনিয়ায় জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০১০ সালে ‘দাবাং’ ছবির হাত ধরেই অভিনয়ের হাতেখড়ি। সলমন খানের বিপরীতে অভিনয় করে ভক্তদের মুগ্ধ করেছিলেন শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী সিনহা। সেই থেকে তিনি সক্রিয় রয়েছেন বলিউডে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘ডাবল এক্সএল’ ছবিটি। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।
advertisement
2/6
অভিনয়ের পাশাপাশি সোনাক্ষীর সৌন্দর্য নিয়েও বেশ চর্চা হয় ভক্তমহলে। অনেক সময় চেহারার জন্য ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে যেটা নিয়ে সব থেকে বেশি চর্চা হয়, সেটা হল - তাঁর সঙ্গে প্রবীণ অভিনেত্রী রিনা রায়ের মুখের মিল। আসলে ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায়, রিনা রায়ের সঙ্গে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহার সম্পর্কের একটা গুঞ্জন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ সোনাক্ষী।
advertisement
3/6
একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন যে, যখন তাঁর বাবা এবং রিনা রায়ের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সময় জন্মই হয়নি তাঁর। অর্থাৎ তাঁর জন্মের বহু আগের ঘটনা ছিল এটা। পরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের কথা জানতে পারেন এবং সেই বিষয়টা উপলব্ধি করতে শুরু করেন। তবে বাবার এই সম্পর্কের জন্য সোনাক্ষী তাঁকে দোষারোপ করতে পারবেন না বলেই সাফ জানিয়েছেন।
advertisement
4/6
কারণ সোনাক্ষীর মতে, এটা তাঁর বাবার জীবনের অতীতের ঘটনা। প্রত্যেকেরই একটা অতীত থাকে। সেই সঙ্গে সোনাক্ষী এ-ও জানিয়েছেন যে, তিনি এই সব নিয়ে ভাবেনই না কিংবা ভাবার প্রয়োজনও মনে করেন না। আসলে এর থেকে কিছু মানুষ ভাল খবরের শিরোনাম পেয়ে যাবে। আবার কিছু মানুষ মশলাদার গসিপ পেয়ে যাবে।
advertisement
5/6
এর পরে তাঁকে রিনা রায়ের সঙ্গে সাদৃশ্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সটান জবাব দেন, তাঁর সঙ্গে একমাত্র তাঁর মা পুনম সিনহার মুখেরই মিল রয়েছে। রিনা রায়ের সঙ্গে তাঁর মুখের কোনও মিল রয়েছে বলে মনে করেন না অভিনেত্রী।
advertisement
6/6
শুধু সোনাক্ষীকেই নয়, এই একই প্রশ্ন করা হয়েছিল রিনা রায়কেও। তিনি বলেছিলেন যে, “এটা নিছকই কাকতালীয় ঘটনা। কখনও কখনও এমনটা হয়ে যায়।” এই প্রসঙ্গে তিনি নিজের মা এবং অভিনেতা জিতেন্দ্রর মায়ের তুলনা টেনে আনেন। কারণ এই দুই অভিনেতা-অভিনেত্রীর মা-কে দেখে যমজ বোন বলে মনে হত!