CBI তদন্ত রিপোর্ট আসার আগেই উইকিপিডিয়ায় সুশান্তের মৃত্যুর কারণ আত্মহত্যা লেখা কেন?
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
কি করে উইকিপিডিয়া এতটা নিশ্চিত যে তাঁর মৃত্যু সুইসাইডই ছিল? এ নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
1/5

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন ১৪ জুন। মুম্বই পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল খুন নয় আত্মহত্যাই করেছেন অভিনেতা। photo source collected
advertisement
2/5
এর পর সিবিআই তদন্ত শুরু হয়। এখনও তদন্তের চূড়ান্ত রিপোর্ট জানায়নি সিবিআই। তাঁর আগেই উইকিপিডিয়ায় সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে লেখা সুইসাইড। photo source collected
advertisement
3/5
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সুশান্তের বান্ধবী স্মিতা। তিনি ট্যুইটে লেখেন, মৃত্যু তদন্তের রিপোর্ট আসার আগে এই তথ্য কি করে আপডেট করা হল। এখুনি সরিয়ে ফেলা হোক। photo source collected
advertisement
4/5
এর পর স্মিতার সঙ্গে অনেকেই প্রতিবাদ জানান ট্যুইটারে। photo source collected
advertisement
5/5
কিন্তু তার পরেও সরানো হয়নি তথ্য। কি করে উইকিপিডিয়া এতটা নিশ্চিত যে তাঁর মৃত্যু সুইসাইডই ছিল। এ নিয়ে উঠছে প্রশ্ন। photo source collected