TRENDING:

Amitabh Bachchan Birthday: বিজয় নামের পিছনে ছিল দারুণ ছক! জন্মদিনে ফাঁস বিগ বি-র Big রহস্য

Last Updated:
৮০ বছরের অমিতাভ বচ্চন! গত ৫০ বছরে শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। পর্দার অ্যাঙরি ইয়ং ম্যান জয় করেছেন কোটি কোটি মানুষের হৃদয়৷ বিজয়ের জয়যাত্রার অব্যাহত এখনও৷ ২০ টিরও বেশি ছবিতে বিজয় নামে অভিনয় করেছেন তিনি।
advertisement
1/10
বিজয় নামের পিছনে ছিল দারুণ ছক! জন্মদিনে ফাঁস বিগ বি-র Big রহস্য
অমিতাভ বচ্চনের ছবি 'জাঞ্জির' ১৯৭৩ সালে মুক্তি পায়৷ ছবিটি অ্যাকশন-থ্রিলারে ঠাসা ছিল, প্রযোজনা করেছিলেন প্রকাশ মেহরা। দুর্নীতিতে ভোগা সাধারণ মানুষের হতাশা ও ক্ষোভ দেখানো হয়েছে 'জাঞ্জির' ছবিতে। এই ছবির সাফল্য অমিতাভকে যেমন হিট অভিনেতা করে তোলে তেমনই 'বিজয়' চরিত্রটিও ছায়া ফেলে যায় সাধারণের মনে। পরবর্তীতে বিজয় নামটি বহুবার ব্যবহার করা হয়েছে ছবিতে এবং অমিতাভ বচ্চনই হয়ে উঠেছে পর্দার বিজয়! একই নামের প্রায় ২০টি ছবিতে অভিনয় করেছেন বিগ বি।(ছবি: amitabhbachchan/Instagram/Film Poster/Movies n memories/Twitter)
advertisement
2/10
অমিতাভ বচ্চন গত ৫০ বছরে বিভিন্ন রকমের ছবিতে কাজ করেছেন। 'সাত হিন্দুস্তানি' থেকে 'গুডবাই' ছবিতে অমিতাভের প্রতিটি চরিত্র আলাদা৷ তবে তিনি ৯০দশকের রাগী পুরুষ বা অ্যাঙরি ইয়ং ম্যান হিসেবে পরিচিত৷ এবং সেক্ষেত্রে বিজয় চরিত্রটিই সেই রাগী পুরুষের সমাথর্ক হয়ে উঠেছে৷ বিগ বি বিজয় নামে কোন ছবিতে কাজ করেছেন? 'জাঞ্জির'-এ ইন্সপেক্টর বিজয় খান্নার ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ। সেই থেকেই শুরু হয়েছিল পর্দার বিজয়ের৷ (ছবি: amitabhbachchan/Instagram)
advertisement
3/10
এর পরে অমিতাভের ১৯৭৪ সালের ছবি 'রোটি কাপড়া অর মাকান', ১৯৭৬ সালে 'হেরা ফেরি' এবং ১৯৭৮ সালের স্মরণীয় ছবি 'ডন', ১৯৮৬ সালে 'আখরি রাস্তা' এবং ১৯৯৮ সালে 'দো অর দো পাঁচ'। বিজয় নামের চরিত্রই ছিল রমরমা। (ছবি: Instagram @azmishabana18)
advertisement
4/10
অমিতাভ ১৯৭৮ সালের ত্রিশূল চলচ্চিত্রে বিজয় কুমার এবং ১৯৭৯ সালের দ্য গ্রেট গ্যাম্বলার চলচ্চিত্রে ইন্সপেক্টর বিজয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৮০ সালে 'শান' এবং ১৯৮২ সালে 'শক্তি' ছবিতে বিজয় কুমারের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ। (ছবি: poster)
advertisement
5/10
১৯৮০-এর 'দোস্তানা' এবং ১৯৭৫-এর 'দিওয়ার'-এ পর্দায় বিজয় ভার্মার ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ। (ছবি: NFAI/Twitter)
advertisement
6/10
১৯৭৯ সালের ছবি 'কালা পাথর'-এ বিজয় পাল সিং ১৯৯১ সালের 'আকেলা' ছবিতে ইন্সপেক্টর বিজয় ভার্মার ভূমিকায় অভিনয় করেছিলেন। (ছবি: amitabhbachchan/Instagram)
advertisement
7/10
অমিতাভ বচ্চনের বাম্পার হিট ছবি 'অগ্নিপথ'। ১৯৯০ সালে, অমিতাভ এই ছবিতে বিজয় দীননাথ চৌহানের ভূমিকায় অভিনয় করে বক্স অফিসে ঝড় তোলেন।(ছবি: amitabhbachchan/Instagram)
advertisement
8/10
১৯৮৮ সালের ছবি 'শাহেনশাহ' অমিতাভ বচ্চনকে হিন্দি সিনেমার সম্রাট বানিয়েছিল। এই ছবিতে বিজয় কুমার শ্রীবাস্তবের ভূমিকায় দেখা গিয়েছিল অমিতাভকে। (ছবি: poster)
advertisement
9/10
এছাড়া ২০০১ সালে 'এক রিশতা: দ্য বন্ড অফ লাভ' ছবিতে বিজয় কাপুর, ২০০২ সালে 'আঁখে' ছবিতে বিজয় সিং রাজপুত, ২০০৬ সালে 'গঙ্গা' ছবিতে ঠাকুর বিজয় সিং, আবার বিজয় 'নিষব্ধ' ছবিতে। 'রণ' ছবিতে বিজয় হর্ষবর্ধন মালিকের ভূমিকায় অভিনয় করেন। (ছবি: Movies N Memories/twitter)
advertisement
10/10
জাভেদ আখতার নিজেই একবার অমিতাভ বচ্চনকে চলচ্চিত্রে বারবার বিজয়ের নাম দেওয়ার কারণ বলেছিলেন। জাঞ্জির ছবির চিত্রনাট্য লিখেছেন সেলিম-জাভেদ জুটি। চলচ্চিত্র সাংবাদিক ভাবনা সোমায়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে, জাভেদ আখতার বলেছিলেন যে তিনি সবকিছু জয় করেন, এই কারণেই তাঁর বেশিরভাগ ছবিতে তাকে বিজয় বলা হয়েছিল। (ছবি: amitabhbachchan/Instagram)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amitabh Bachchan Birthday: বিজয় নামের পিছনে ছিল দারুণ ছক! জন্মদিনে ফাঁস বিগ বি-র Big রহস্য
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল