২৮ বছর স্বামীর সঙ্গে থাকেন না অলকা ইয়াগনিক! বিয়ে করেছিলেন শিলংয়ের ব্যবসায়ীকে
- Published by:Suman Majumder
Last Updated:
Alka Yagnik: স্বামীর সঙ্গে কোনও ঝগড়া, ঝামেলা নেই। তবুও কেন এত বছর অলকা ইয়াগনিক আলাদা থাকেন!
advertisement
1/7

১৬টি ভাষায় ২০০০ গান গেয়েছেন তিনি। এদেশে তাঁর নাম জানেন না এমন লোক পাওয়া মুশকিল।
advertisement
2/7
কলকাতাতেই জন্ম অলকার। মা শুভা ইয়াগনিকের কাছে প্রথম শাস্ত্রীয় সঙ্গীত শেখা তাঁর। তার পর ১০ বছর বয়সে চলে যান মুম্বইতে।
advertisement
3/7
অলকার প্রেমকাহিনী অসাধারণ। শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেছিলেন অলকা। অথচ ২৮ বছর ধরে তিনি স্বামীর সঙ্গে থাকেন না।
advertisement
4/7
নীরজের সঙ্গে অলকার প্রথম আলাপ ট্রেনে। তার পর বন্ধুত্ব এবং প্রেম। অলকা ইয়াগনিক বিয়ে করেছিলেন শিংয়ের ব্যবসায়ী নীরজকে।
advertisement
5/7
আসলে অলকাকে কাজের সূত্রে থাকতে হয় মুম্বইতে। ব্যবসার কারণে নীরজ কাপুরকে থাকতে হয় শিলংয়ে। এমন দূরত্বে থেকেও তাঁদের ভালবাসা ও সম্পর্কে কখনও ভাঁটা পড়েনি।
advertisement
6/7
অলকা ও নীরজের মেয়ের নাম শেসা। তাঁরও বিয়ে হয়ে গিয়েছে।
advertisement
7/7
কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে প্রচু ডুয়েট গেয়েছেন অলকা। তিনি যতই স্বামীর থেকে দূরে থাকুন না কেন, তাঁর পারিবারিক জীবন কিন্তু বেশ সুখের।