Bollywood Gossip: কিয়ারা আডবাণীর প্রথম প্রেমিক কে ছিলেন জানেন? ব্রেক-আপও হয়েছিল 'সাংঘাতিক' কারণে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Kiara Advani: কপিল শর্মার শো-তে এসেই পুরো ঘটনা জানিয়েছিলেন তিনি।
advertisement
1/7

বিয়ের বছর ঘোরেনি এখনও। নতুন সংসার সাজিয়েছেন সবে। কাজ আর পরিবারকে দিন কাটছে তাঁদের। সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আডবাণীর।
advertisement
2/7
ইতিমধ্যেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে তোলপাড় চারদিক। সম্প্রতি ছবির প্রচারের জন্য কার্তিক আরিয়ানের সঙ্গে জয়পুরে উড়ে গিয়েছেন কিয়ারা। সেখানেই তাঁকে দেখে এই জল্পনার সূত্রপাত।
advertisement
3/7
প্রচারে একটি কমলা ব্রালেটের সঙ্গে রং মিলিয়ে ব্লেজার এবং ট্রাউজার্স পরেছিলেন অভিনেত্রী। আর তাঁর সেই পোশাক দেখেই মাথচাড়া দিয়ে ওঠে গুঞ্জন। ছবিতে অভিনেত্রীর পেটের তলদেশ খানিক স্ফীত দেখতে লাগে। আর তা দেখেই নেটিজেনদের একাংশ ধরে নেন, মা হতে চলেছেন কিয়ারা।
advertisement
4/7
নেটমাধ্যমে জনৈক প্রশ্ন করেন, 'কিয়ারা কি মা হতে চলেছেন?' আবার অন্য জন মন্তব্য, 'আমি নিশ্চিত উনি মা হতে চলেছেন।' এক ব্যক্তির অনুমান, 'ছবি দেখে বেবি বাম্পই মনে হচ্ছে।' নেটিজেনদের একাংশ যদিও এ ধরনের গুঞ্জন না ছড়ানোর বার্তা দিয়েছে। তাঁদের মতে, কিয়ারা যদি অন্তঃসত্ত্বা হয়েও থাকেন, তা তিনি নিজেই জানাবেন। তা নিয়ে বৃথা জলঘোলার প্রয়োজন নেই।
advertisement
5/7
একসঙ্গে কাজ করতে গিয়ে সিদ্ধার্থ-কিয়ারার আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাতপাক ঘোরেন তাঁরা।
advertisement
6/7
তবে কিয়ারার প্রথম প্রেমিক কিন্তু সিদ্ধার্থ নন। তাহলে কে?
advertisement
7/7
কপিল শর্মা শো-তে এসে কিয়ারা জানান দশম শ্রেণিতে পড়ার সময়ে তিনি প্রথম প্রেমে পড়েন। কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। চটে গিয়েছিলেন কিয়ারার মা। জানিয়ে দিয়েছিলেন এত কম বয়সে প্রেম করা চলবে না। বোর্ড এক্সামের পরে তাও মেনে নেওয়া যেতে পারে।