TRENDING:

Who is Orry: তারকাদের চোখের মণি ‘ওরি’ আসলে কে? তাঁর পরিচয় প্রসঙ্গে ইঙ্গিত দিলেন কিয়ারা; ভাইরাল পুরনো ভিডিও

Last Updated:
তাতে দুই তারকাকে শুভেচ্ছা জানাতে দেখা যায় ওরিকে। ওই ভিডিও ক্লিপ দেখে কিয়ারা বলেন, “কী মিষ্টি।” অভিনেত্রীকে শাহিদ প্রশ্ন করেন, “ইনি কে?”
advertisement
1/6
তারকাদের চোখের মণি ‘ওরি’ আসলে কে? তাঁর পরিচয় প্রসঙ্গে ইঙ্গিত দিলেন কিয়ারা
ইন্টারনেটে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর সেটা হল ওরি আসলে কে? পোশাকি নাম ওরহান আওয়াত্রামানি (Orhan Awatramani)। ওরি নামেই জনপ্রিয় তিনি। বেশ কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই ওরি। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। বলা ভাল, ওরি এখন বি-টাউনের তারকাদের চোখের মণি।
advertisement
2/6
সম্প্রতি এক নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যেখানে দেখা যাচ্ছে কিয়ারা আডবাণী এবং শাহিদ কাপুরকে। ওই ভিডিওতে ইন্টারনেট সেনসেশন ওরি-কে নিয়ে আলোচনায় মেতেছেন কিয়ারা। যদিও ভিডিওটি পুরনো। ওই থ্রোব্যাক ভিডিও-তে নিজেদের ছবি কবীর সিং-এর প্রচার করছিলেন শাহিদ এবং কিয়ারা। ওই শোয়ের সঞ্চালক কিয়ারাকে ওরির একটি ভিডিও ক্লিপ দেখিয়েছিলেন। তাতে দুই তারকাকে শুভেচ্ছা জানাতে দেখা যায় ওরিকে। ওই ভিডিও ক্লিপ দেখে কিয়ারা বলেন, “কী মিষ্টি।” Photo: Instagram
advertisement
3/6
অভিনেত্রীকে শাহিদ প্রশ্ন করেন, “ইনি কে?”জবাবে কিয়ারা বলেন, “ইনি হলেন ওরহান আওয়াত্রামানি। ওঁর দাদা আমার ক্লাসেই পড়ত। আর স্কুলে ওরি আমার জুনিয়র ছিল। আর ব্যাপারটা খুবই মিষ্টি। এটা একটা চমক ছিল, যা সত্যিই খুবই মিষ্টি।” তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজলের কন্যা নিসা দেবগনের সঙ্গে প্রথম বারের জন্য ওরিকে ক্যামেরাবন্দি করেছিলেন পাপারাৎজিরা। সেই সময় থেকেই তিনি ইন্টারনেটে সেনসেশন হয়ে ওঠেন। ধীরে ধীরে তাঁর পরিচিতি এবং জনপ্রিয়তা বাড়তে থাকে। Photo: Instagram
advertisement
4/6
বিভিন্ন অনুষ্ঠান এবং তারকাদের পার্টিতে পাপারাৎজিদের নজর কাড়তে থাকেন তিনি। হামেশাই স্টার কিডদের সঙ্গে ক্যামেরাবন্দি হন ওরি। এই তালিকায় রয়েছেন জাহ্নবী কাপুর, সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ওরি-র জনপ্রিয়তা। আগে তারকাদের পার্টিতে বাঁধাধরা ছিল তাঁর উপস্থিতি। তবে বর্তমানে তিনিও পার্টির আয়োজন করছেন। ওরি-র সেই পার্টির অতিথি তালিকাও বেশ নজরকাড়া। Photo: Instagram
advertisement
5/6
জনপ্রিয় তারকারা তো বটেই, নতুন প্রজন্মের তারকাদেরও সেই পার্টিতে দেখা যাচ্ছে। সাম্প্রতিক কালে দীপাবলির বেশ কিছু তারকাখচিত পার্টিতেও নজর কেড়েছেন ওরি। করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে বরুণ ধাওয়ানের মতো তারকাদের সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন তিনি। তবে সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ওরি। এক ইন্টারভিউয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল কীভাবে তিনি বন্ধুত্ব পাতান? Photo: Instagram
advertisement
6/6
ওরি বলেন, “আমি জানি না। আলাদা দিন, আলাদা গল্প, আলাদা বন্ধুত্ব। তোমার এমন কারওর সঙ্গে দেখা হল, যাঁর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। এমনকী পুরোপুরি অচেনা কারওর সঙ্গেও বন্ধুত্ব হয়ে যেতে পারে। আমার এমন অনেক বন্ধু রয়েছেন। বন্ধুর বন্ধুদের সঙ্গেও বন্ধুত্ব রয়েছে। শুধু তা-ই নয়, ইন্টারনেটের মাধ্যমেও সম্পর্ক তৈরি হয়েছে। যাঁরা এখন আমার বন্ধু হয়ে গিয়েছেন।” Photo: Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
Who is Orry: তারকাদের চোখের মণি ‘ওরি’ আসলে কে? তাঁর পরিচয় প্রসঙ্গে ইঙ্গিত দিলেন কিয়ারা; ভাইরাল পুরনো ভিডিও
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল