Sikkim Cop Eksha Kerung: উর্দি-রাইফেলে ডিউটি পালন, বিকিনিতে জলকেলি, শাহরুখ-কন্যার সঙ্গে শ্যুট সিকিমের পুলিশকর্মীর
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sikkim Cop Eksha Kerung: একশা কেরুংয়ে মজেছে গোটা দেশ। সিকিমের এক পুলিশকর্মী এখন নামকরা মেকআপ ব্র্যান্ডের মুখ। শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সঙ্গে একইসঙ্গে সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা দিয়েছেন।
advertisement
1/7

বিকিনি টপ আর জিনস পরে পাহাড়ের মোড়ে মোড়ে তাঁর বাইক-সফরের শব্দ। কখনও আবার শাড়ি পরে নদীর ধারে অবসর কাটানো। আবার কখনও খাকি উর্দি পরে রাইফেল হাতে।
advertisement
2/7
সেই একশা কেরুংয়ে মজেছে গোটা দেশ। সিকিমের এক পুলিশকর্মী এখন নামকরা মেকআপ ব্র্যান্ডের মুখ। শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সঙ্গে একইসঙ্গে সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা দিয়েছেন।
advertisement
3/7
এমটিভি সুপারমডেল সিজন ২-এ অংশ নেওয়ার পরেই রাতারাতি জনপ্রিয়তা পান একশা। নিজেকে একাধারে পুলিশকর্মী, সুপারমডেল, বক্সার, বাইকার হিসেবে পরিচয় দেন পাহাড়ি কন্যে।
advertisement
4/7
মাত্র ১৯ বছর বয়সে তিনি সিকিমের পুলিশ বিভাগে নিযুক্ত হন। ২০১৯ সালে পুলিশ বিভাগে প্রশিক্ষণ শুরু হয় তাঁর। ২০১৮ সালে ‘মিস সিকিম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
advertisement
5/7
মডেল হিসেবে যথেষ্ট নাম হওয়ার পর একশা বলিউডেও অভিনয়ের সুযোগ পান। ঋদ্ধি ডোগরা, মিলিন্দ সোমন, অংশুমান ঝার সঙ্গে ‘লকড়বগ্গা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
6/7
গ্ল্যামার দুনিয়ায় যথেষ্ট খ্যাতি অর্জন করার পরেও নিজের কর্মক্ষেত্র থেকে সরে আসেননি একশা। তাঁর ইন্সটাগ্রাম ঘুরে দেখলেই বোঝা যাবে পুলিশকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে ভালবাসেন তিনি।
advertisement
7/7
ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ২ লক্ষ পেরিয়ে গিয়েছে। একইসঙ্গে উর্দি পরা এবং খোলামেলা ছবিতে মাত করেছেন গোটা সোশ্যাল মিডিয়া। একশাকে কুর্নিশ জানিয়েছেন দেশবাসী।