TRENDING:

Amitabh Bachchan Son-in-Law: মেয়ে শ্বেতা তো বাপের বাড়িতেই থাকেন, অমিতাভের জামাই করেন কী? ফিল্মি ফ্যামিলির সদস্য হয়েও বলিউডের সঙ্গে নেই কোনও যোগ

Last Updated:
ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের যে গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর একাধিক কারণের মধ্যে ননদও নাকি অন্যতম কারণ ছিল৷ ছেলের থেকে মেয়েকে বেশি সম্পত্তি দেবেন বচ্চনরা৷ এই নিয়েই শুরু হয়েছিল গন্ডগোল৷ কিন্তু কেন বরের কাছে থাকেন না শ্বেতা? তাঁদের তো ডিভোর্সও হয়নি৷ তাহলে? কী বচ্চন বাড়ির জামাইয়ের পরিচয়? জানুন
advertisement
1/11
মেয়ে থাকেন বাপের বাড়িতেই, অমিতাভের জামাই করেন কী? বলিউডের সঙ্গে নেই কোনও যোগ
বিয়ের কিছু বছর পর থেকেই সন্তানদের নিয়ে বাপের বাড়িতেই থাকেন শ্বেতা বচ্চন নন্দা৷ ১৬ ফেব্রুয়ারি, ১৯৯৭ এ অমিতাভ কন্যার সঙ্গে বিয়ে হয় নিখিল নন্দার৷ বলিউডের সঙ্গে নিবিড় যোগ রয়েছে তাঁর, তবে তিনি কোনও ভাবেই ফিল্মের সঙ্গে যুক্ত নন৷ এমনকী তাঁর কোনও ইচ্ছাও ছিল না বলেই জানা গিয়েছে৷
advertisement
2/11
বাপের বাড়ি থাকা নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে বচ্চন পরিবারে৷ এমনই গুঞ্জন৷ বিশেষ করে বাড়ির বৌমা ঐশ্বর্যের সঙ্গে সম্পত্তির ভাগ নিয়েও গন্ডগোল তৈরি হয় বলে শোনা গিয়েছে৷ তাই নাকি বৌমা বাড়িও ছেড়েছেন কারণ বচ্চন বাড়িতে মেয়ের নাকি বেশি আধিপত্য৷
advertisement
3/11
ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের যে গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর একাধিক কারণের মধ্যে ননদও নাকি অন্যতম কারণ ছিল৷ ছেলের থেকে মেয়েকে বেশি সম্পত্তি দেবেন বচ্চনরা৷ এই নিয়েই শুরু হয়েছিল গন্ডগোল৷
advertisement
4/11
কিন্তু কেন বরের কাছে থাকেন না শ্বেতা? তাঁদের তো ডিভোর্সও হয়নি৷ তাহলে? কী বচ্চন বাড়ির জামাইয়ের পরিচয়? জানুন
advertisement
5/11
১৮ মার্চ, ১৯৭৪ সালে জন্ম৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৪২.১৮১ কোটি টাকার৷ তিনি মূলত ব্যবসায়ী৷ কর্পোরেট এবং বিনোদন জগতে তিনি পরিচিত নাম৷ কৃষি যন্ত্রপাতি খাতে তাঁর নেতৃত্ব এসকর্টস কুবোটা লিমিটেডকে শিল্পে একটি প্রভাবশালী বিজেনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন৷
advertisement
6/11
নিখিল নন্দার সাফল্যের যাত্রা শুরু হয়েছিল একটি শক্তিশালী শিক্ষাগত ভিত্তি দিয়ে। তিনি দেরাদুনের মর্যাদাপূর্ণ দুন স্কুলে পড়াশোনা শেষ করেন এবং তারপর পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ওয়ার্টন স্কুলে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। অর্থ ও বিপণনে দক্ষতার সাথে, তিনি এসকর্টস কুবোটা লিমিটেডের দায়িত্ব গ্রহণ করেন, উদ্ভাবন এবং কৌশলগত নেতৃত্বের মাধ্যমে কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যান।
advertisement
7/11
১৬ ফেব্রুয়ারি, ১৯৯৭ এ অমিতাভ কন্যার সঙ্গে বিয়ে হয় নিখিল নন্দার৷
advertisement
8/11
ব্যবসায়িক সাফল্যের বাইরেও, নন্দা বলিউডের অত্যন্ত নামী পরিবারের ছেলে৷ একে তো বচ্চন পরিবারের জামাই৷ বচ্চন কন্যা শ্বেতার জীবনসঙ্গী৷ অন্যদিকে তাঁর দাদু রাজ কাপুর৷
advertisement
9/11
নিখিল নন্দার বংশধারা বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সঙ্গে যুক্ত৷ তিনি কিংবদন্তি অভিনেতা, পরিচালক, প্রযোজক রাজ কাপুরের কন্যা ঋতু নন্দার ছেলে। এর ফলে তিনি ঋষি কাপুর, রণধীর কাপুর এবং রাজীব কাপুরের মতো বিখ্যাত অভিনেতাদের ভাগ্নে। তার খুড়তুতো ভাই-বোনদের মধ্যে রয়েছেন বলিউডের তারকা করিশ্মা কাপুর, কারিনা কাপুর খান এবং রণবীর কাপুর৷ ফলে তাঁর বলিউড যোগও গভীর৷
advertisement
10/11
নিখিল নন্দা এবং শ্বেতা বচ্চন নন্দার দুই সন্তান৷ নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা। নভ্যা তাঁর উদ্যোক্তা এবং পডকাস্টিং-এর মাধ্যমে নিজের জায়গা তৈরি করছেন, অগস্ত্য সম্প্রতি জোয়া আখতারের নেটফ্লিক্স ছবি "দ্য আর্চিস"-এ আত্মপ্রকাশের মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছেন।
advertisement
11/11
নিকিল নন্দা যখন এসকর্টস কুবোটা লিমিটেডকে আরও বড় মাইলফলকের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ কর্পোরেট উৎকর্ষতা এবং বলিউড বংশের মিশ্রণ তিনি ভীষণ ভাবে প্রশংসিত৷ পারিবারিক উত্তরাধিকার ধরে রাখার পাশাপাশি নিজের সাফল্যের গল্প তৈরি করার ক্ষমতা ঐতিহ্য এবং আধুনিক উদ্যোক্তার সমন্বয়ের উদাহরণ। তিনি বলিউডের ধার কাছ দিয়েও যান না৷ নিজের জগতেই তিনি নিজের সিংহাসন তৈরি করেছেন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amitabh Bachchan Son-in-Law: মেয়ে শ্বেতা তো বাপের বাড়িতেই থাকেন, অমিতাভের জামাই করেন কী? ফিল্মি ফ্যামিলির সদস্য হয়েও বলিউডের সঙ্গে নেই কোনও যোগ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল